TRENDING:

Ms Dhoni Bunglow : ধোনির নতুন 'রহস্যময়' বাংলো! দূর থেকে দেখতে পাবে সবাই, কাছে যাওয়া হবে খুব কঠিন, ক্যাপ্টেন কুল-এর নতুন ঠিকানা

Last Updated:

Ms Dhoni Bunglow : ধোনি এখন রাঁচিতে আরেকটি বাড়ি তৈরি করতে চলেছেন। তিনি এই বাড়িটিকে কিছুটা রহস্যময় করে তুলতে চান। এই বাংলো দূর থেকেই চোখে পড়বে, কিন্তু সেখানে পৌঁছনো হবে বেশ কঠিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ক্রিকেট বিশ্বের সবচেয়ে সফল অধিনায়কদের একজন মহেন্দ্র সিংহ ধোনি। ধোনিকে আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যেতে পারে। এদিকে “মাহি”কে ঘিরে একটি বড় খবর সামনে এসেছে। ধোনি এখন রাঁচিতে আরেকটি বাড়ি তৈরি করতে চলেছেন। তিনি এই বাড়িটিকে কিছুটা রহস্যময় করে তুলতে চান। এই বাংলো দূর থেকেই চোখে পড়বে, কিন্তু সেখানে পৌঁছনো হবে বেশ কঠিন।
News18
News18
advertisement

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি রাঁচিতে একটি নতুন বাংলো তৈরির অনুমতি পেয়েছেন। তিনি এই বাংলোর অনুমতি স্ত্রী সাক্ষী সিংহ ধোনির নামে নিয়েছেন। এই বাংলোটি ১ একরের থেকে একটু বেশি জমির ওপর তৈরি হবে। জানিয়ে রাখা ভাল, এই এলাকা হিলটপ-এ অবস্থিত। ফলে এখান থেকে শ্যাঙ্কপুর এলাকা ও প্রধান সড়ক অনেক নিচে দেখা যায়। এই কারণেই নির্মাণ শেষ হলে মাহির নতুন বাংলোটি দূর থেকেই স্পষ্ট দেখা যাবে।

advertisement

রিপোর্ট অনুযায়ী, ধোনি এই বাংলোটি তৈরি করছেন প্রধানত শান্ত পরিবেশে থাকার জন্য। মাহির হারমু এলাকার বাড়িটি শহরের মধ্যে, আর সিমরিয়ার কাছে থাকা ফার্মহাউস হাইওয়ের খুব কাছাকাছি। তাই রাঁচির এই নতুন বাংলো ধোনির পরিবারের জন্য বিশেষ গুরুত্ব বহন করতে চলেছে।

এই জমিতে হাই-এন্ড রেসিডেনশিয়াল স্ট্রাকচার হিসেবে জি+১ (গ্রাউন্ড ফ্লোর + ১ তলা) নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। যদিও ধোনি এই বাংলোকে চার তলা ভবন হিসেবে তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু জমি কৃষিযোগ্য। ফলে ভবনের উচ্চতা সর্বোচ্চ ৭ মিটার পর্যন্তই সীমাবদ্ধ রাখতে হবে।

advertisement

আরও পড়ুন- পরম সুন্দরী…! মেয়েদের আইপিএলের ‘আকর্ষণ’ তিনি! এই ক্রিকেটারকে চেনেন?

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার ছেলে প্রহ্লাদের হাতে নতুন রূপ পেয়েছে অসমের মেখলা
আরও দেখুন

রিপোর্ট অনুযায়ী, এই বাংলোটিতে ২,২১০ বর্গফুট বিল্ট-আপ এরিয়া হতে পারে। গ্রাউন্ড ফ্লোরে একটি বড় লিভিং হল, মাল্টি-কার পার্কিং এবং সার্ভিস এরিয়া থাকবে। এছাড়া প্রতিটি ইউনিটে প্রায় ৪টি প্রিমিয়াম বেডরুম এবং আধুনিক সুযোগ–সুবিধা থাকার সম্ভাবনা রয়েছে।

বাংলা খবর/ খবর/খেলা/
Ms Dhoni Bunglow : ধোনির নতুন 'রহস্যময়' বাংলো! দূর থেকে দেখতে পাবে সবাই, কাছে যাওয়া হবে খুব কঠিন, ক্যাপ্টেন কুল-এর নতুন ঠিকানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল