এবারের জন্মদিনে ধোনিকে নয়া লুকে দেখা গেছে৷ ভিডিওতে আরও এক ভারতীয় উইকেটকিপারকেও দেখা গেছে৷ সেখানে রয়েছেন ঋষভ পন্থ৷ পন্থ এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন৷ তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার হওয়া ৭ জুলাইয়ের ম্যাচে টি টোয়েন্টি দলের অংশ নন৷ এই জন্যেই ধোনির জন্মদিনে বিন্দাস মস্তি করতে এসেছিলেন তিনি৷
advertisement
আরও পড়ুন -Cooking Oil Price: মাসের শুরুতে মধ্যবিত্তদের জন্য সুখবর, রান্নার তেলের দামে বাম্পার পতন
দেখে নিন মহেন্দ্র সিং ধোনির জন্মদিন সেলিব্রেশনের ভাইরাল ভিডিও
ভারতীয় ক্রিকেট দলকে তিনটি আইসিসি ট্রফি জেতানো একমাত্র অধিনায়ক
মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট রেকর্ড বইয়ের একমাত্র অধিনায়ক যিনি তিনটি আলাদা ফর্ম্যাটের আইসিসি ট্রফি জিতিয়েছেন৷ তাঁরনেতৃত্বে ২০০৭ সালে পাকিস্তানকে হারিয়ে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন তিনি৷ তারপরে ২০১১ সালে তিনি ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেন৷ সেখানে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল৷ এছাড়া ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন৷ ধোনি -র ৯ বছর পরেও ভারত আর কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি৷
মাহি ১৫ অগাস্ট ২০২০ তে আন্তর্জাতিক ক্রিকেটকে বাই বাই করে দিয়েছিলেন৷ তবে তিনি আইপিএলে এখনও খেলছেন৷ গতবার তাঁর নেতৃত্বে চেন্নাই সুপার কিংস আইপিএল চ্যাম্পিয়ন হয় চতুর্থবারের জন্য৷ এবারে আইপিএল শুরুর ঠিক আগে হঠাৎ করে আইপিএলে অধিনায়কত্ব করবেন না বললে রবীন্দ্র জাদেজাকে অধিনায়কত্ব দেওয়া হয় ৷কিন্তু সিএসকে -র হতশ্রী পারফরম্যান্সের পর ফের ধোনিকেই অধিনায়ক করে দেওয়া হয়৷