এমনই ধোনির অন্ধভক্ত শিবম দুবের স্ত্রী অঞ্জুম খান। চেন্নাই সুপারকিংসের স্টার শিবম ও ধোনির সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করে আবেগঘন চিঠি লিখেছেন অঞ্জুম। আর মুহূর্তে সেই চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চিঠিতে অঞ্জুমের দাবি, ধোনির জন্যই তাঁর ক্রিকেটের প্রতি আকৃষ্ট হওয়া। তার আগে পর্যন্ত খেলা দেখলেও সেভাবে পাগলামি ছিল না।
advertisement
কিন্তু মাহিকে যখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক করা হয়, তখন থেকেই তিনি অন্ধভক্ত হয়ে ওঠেন। ভারতের যেখানেই ম্যাচ পড়ুক না কেন, অঞ্জুম চলে যেতেন ম্যাচ দেখতে। ২০২২ সালে শিবমকে দলে নিয়েছিল চেন্নাই। তার আগে আইপিএলে সেভাবে সফল হতে পারেননি ভারতীয় অলরাউন্ডার। বলা যায়, ধোনির হাতেই নতুন জন্ম ঘটে শিবমের। আর তাঁর স্ত্রী অঞ্জুম বহুদিন ধরেই ধোনির ভক্ত।
আরও পড়ুন: ইনভার্টার AC নাকি নন-ইনভার্টার AC, বিদ্যুতের বিল বাঁচাতে কোনটা কেনা বুদ্ধিমানের? আসল রহস্য জানুন
সোশ্যাল মিডিয়ায় তিনি আরও লেখেন, ‘আমার কাছে ধোনি মানেই ক্রিকেট আর ক্রিকেট মানেই ধোনি। ওকে আমি এতটাই সম্মান করি। সত্যি কথা বলতে, ধোনি একটা আবেগের নাম। এ বছর আমি ফের মুগ্ধ হয়ে গিয়েছি। ধোনিকে চুল বড় করতে দেখে মন খারাপও হচ্ছে। মনে হচ্ছে, সময় কত তাড়াতাড়ি চলে যায়। যেন পুরো ছোটবেলাটা এক ঝলকে ফিরে এল। কিন্তু আজও আমি সেই বিশ্বাসটাই রাখি। সবাই আউট হয়ে গেলেও মাহি আছে। ও ঠিক ম্যাচ জিতিয়ে দেবে। মাহি থাকলে সব সম্ভব।’ এরই সঙ্গে অঞ্জুম বলেছেন, ক্রিকেট মাঠে শিবম নামলে তিনি যতটা আনন্দ পান, তার থেকেও বেশি খুশি হন ধোনিকে দেখলে।