২০১০ সালের ৪ জুলাই চার হাত এক হয়েছিল ধোনি-সাক্ষীর । সাক্ষীর পৈতৃক বাড়ি দেহরাদূনে । সাক্ষীর বাবার চা বাগানের ব্যবসা ছিল । যখন ধোনির সঙ্গে সাক্ষীর বিয়ে হয় তখন তিনি হোটেল ম্যানেজমেন্ট পড়ছেন এবং সেই সময় সাক্ষী কলকাতার তাজ হোটেলে পোস্টেড ছিলেন । কিন্তু তাঁদের বিয়ে হয়েছিল দেহরাদূনেই । বিশেষ কেউ জানত না এই বিয়ের ব্যাপারে । ধোনির থেকে সাক্ষী সাত বছরের ছোট । বিয়ের সময় যখন ধোনি ২৮, সাক্ষী তখন মাত্র ২১ ।
advertisement
২০১৫-র ৬ ফেব্রুয়ারি ধোনি-সাক্ষীর কোল আলো করে আসে জিভা সিং ধোনি । কিন্তু মাহি সে সময় অস্ট্রেলিয়ায় । সে সময় বিশ্বকাপ চলছিল । মেয়ের জন্মের খবর পেয়েও ফিরে আসেননি ধোনি । বলেছিলেন, দেশের দায়িত্ব পালন করছেন তিনি, অন্য সবকিছু অপেক্ষা করতে পারে...এটা নয় ।
তবে স্ত্রী সাক্ষীকে যে ক্যাপ্টেন কুল চোখে হারান তা তাঁর বিভিন্ন সময়ের বিভিন্ন কথা থেকেই স্পষ্ট । একবার ধোনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমি তখনই খুশি থাকি যখন আমার স্ত্রী খুশি থাকে ।’’ এমনকী, স্ত্রী’কে যে তিনি কোনও কাজে কখনও বাধা দেন না, সে কথাও সকলের সামনেই স্বীকার করেছেন মাহি ।