অতীতে টিম ইন্ডিয়া এমনভাবে ক্রিকেটারদের মায়েদের সম্মান জানিয়েছিল। তবে আইপিএলে এমন উদ্যোগ এই প্রথম। ৮ মে মাদার্স ডে। তার আগে শনিবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচে দলের ক্রিকেটারদের মায়েদের অভিনব উপায়ে শ্রদ্ধাজ্ঞাপন করবে এলএসজি।
আরও পড়ুন- আইপিএলে হাজির দীপিকা পাড়ুকোনের স্বামী, গ্যালারিতে লাফালাফি রণবীরের
আজ লখনউয়ের ক্রিকেটারদের জার্সির পিছনে তাঁদের মায়েদের নাম লেখা থাকবে। ইতিমধ্যে সেই জার্সির ভিডিয়ো প্রকাশ করেছে লখনউ সুপার জায়েন্টস। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘এটা তোমার জন্য মা’। লখনউয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
advertisement
এলএসজি শুক্রবারই জানিয়ে দিয়েছিল, কেকেআরের বিরুদ্ধে ম্যাচে তাদের দলের ক্রিকেটাররা যে জার্সি পরে মাঠে নামবেন তাতে চমতক থাকবে। এর আগে ভারতীয় দলের ক্রিকেটাররা মায়ের নাম লেখা জার্সি পরে খেলেছে। কোহলি, ধোনিদের মায়ের নাম লেখা ছিল তাঁদের জার্সির পিছনে। সারা বিশ্ব বিসিসিআই-এর সেই উদ্যোগের প্রশংসা করেছিল।
একটা সময় ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধা ও সম্মান জানাতে আর্মি ক্যাপ পরেও মাঠে নেমেছিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। তবে এই প্রথম আইপিএলের কোনও দল মায়েদের এমনভাবে সম্মান জানাবে। আজ কে এল রাহুলদের জার্সির পিছনে তাঁদের মায়েদের নাম লেখা থাকবে।
আরও পড়ুন- গাড়ির কাঁচ ভেঙে রোহিত শর্মা পেলেন ৫ লাখ টাকা! কোনওদিন এমন হয়নি আইপিএলে
আইপিএলে নতুন ফ্র্যাঞ্জাইজি হিসেবে খেলছে লখনউ সুপার জায়েন্টস। আর প্রথমবারই তাঁদের এমন অভিনব উদ্যোগ প্রশংসা কুড়িয়ে নিয়েছে। আইপিএলের মঞ্চে এবার পরিচিতি পাবেন এলএসজি-র ক্রিকেটারদের মায়েরা।