আইপিএলে কিছু সময়ের জন্য দুই ক্রিকেটার এক সঙ্গে আইপিএল দলে খেলেন৷ পুরনো কথাকে ভুলিয়ে দিয়েছিলেন৷ অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে তাই হৃদয় থেকে ট্যুইট করলেন ভাজ্জি৷ তিনি সোশ্যালমিডিয়ায় লেখেন, ‘‘Shocked to hear about the sudden demise of Andrew Symonds. Gone too soon. Heartfelt condolences to the family and friends. Prayers for the departed soul’’- অর্থাৎ অ্যান্ডু সাইমন্ডসের হঠাৎ মৃত্যুতে স্তম্ভিত৷ তাঁর পরিবার ও বন্ধুদের জন্য সমবেদনা৷ মৃতের আত্মার প্রতি শ্রদ্ধা৷’’
advertisement
২০০৭-০৮ সময় ছিল যখন অনিল কুম্বলের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া সফরে ছিলেন৷ এই সফরেই সেই কুখ্যাত মাঙ্কিগেট বিবাদ হয়েছিল৷ সাইমন্ডসের দাবি ছিল তাঁকে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছিল৷
এদিকে অ্যান্ডু সাইমন্ডস ও হরভজন সিং বিতর্কে যিনি সাক্ষী হয়েছিলেন তিনি সচিন তেন্ডুলকর৷ তাঁর সাক্ষ্যেই হরভজন সিং নির্দোষ প্রমাণ হন৷ সচিন তেন্ডুলকরও শোকবার্তা জানান৷
এদিকে পুরো ক্রিকেট দুনিয়া অ্যান্ড্রু সাইমন্ডসের এই হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া৷
সকলেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন৷