TRENDING:

কামাখ্যা মন্দিরে পুজো ফেড কাপ চ্যাম্পিয়নদের

Last Updated:

পুজো দিয়েই ফেড কাপ জয়ের পরের দিনটা কাটাল মোহনবাগান। গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দিলেন কোচ সঞ্জয় সেন। ২৪ তারিখ এএফসি কাপের ম্যাচ। প্রতিপক্ষ টেম্পাইন রোভার্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: পাঁচ গোলে আইজল বধ। ড্রেসিংরুমে উদ্দাম উৎসব। কামাখ্যা মন্দিরে তাই গোটা দলকে নিয়ে হাজির হলেন সঞ্জয় সেন।
advertisement

প্রার্থনা এএফসি কাপে সনিহীন বাগানকে জয়ের বৈতরণী পার করানোর।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রতিপক্ষ ট্যাম্পাইন রোভার্স। এই ম্যাচে নেই নর্ডি। যদিও আপাতত সেই ম্যাচ নিয়ে ভাবতে নারাজ টিম সবুজ-মেরুন। বরং এখনও ফেডারেশন কাপ জয়ের মৌতাতে মাতোয়ারা গোটা দল। ১৫ দিনের ব্যবধানে ১৫ গোল করার নজির। সেটাই যেন ২৪ তারিখ ম্যাচের আগে তাতাতে টিম সঞ্জয়কে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কামাখ্যা মন্দিরে পুজো ফেড কাপ চ্যাম্পিয়নদের