আর এই জায়গা থেকেই লক্ষ্মীবারের কল্যাণীর মিনি ডার্বি দুই দলের কাছেই সমান গুরুত্বের। গ্রুপ পর্যায়ের ম্যাচের পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড হবে সুপার সিক্সে। ডেভিড, ব্যারেটোরা তাই তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া। অন্য দিকে শেষ ম্যাচে ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে নামার আগে প্রয়োজনীয় পয়েন্ট তুলে নিতে চাইছে বাস্তব রায়ের ছেলেরা!
advertisement
মোহনবাগানের প্রথম একাদশে অনেক বদল হওয়ার সম্ভাবনা। প্রথমবারের জন্য মোহনবাগানের সিনিয়র খেলোয়াড়দেরও দেখা যেতে পারে এই ম্যাচে। সেই সম্ভাবনাও প্রবল। জুনিয়র দলের অনেকেই জাতীয় দলে খেলার জন্য গিয়েছে। তাই তারা এই ম্যাচে থাকছেন না। তবে সিনিয়রদের মধ্যে কোন কোন তারকাকে বৃহস্পতিবার কল্যাণীতে দেখা যাবে সেটা গোপন রেখেছেন কোচ বাস্তব রায়।
অন্যদিকে মহমেডান কলকাতা লিগে দুরন্ত ছন্দে আছে। পুরো টুর্নামেন্টে একটি মাত্র ম্যাচ হেরেছে ডেভিডরা। এই মুহূর্তে নিজেদের গ্রুপে শীর্ষে রয়েছে সাদা কালো শিবির। নতুন কোচ চের্নিশভ ডার্বি জিততে মরিয়া। মহমেডানের সমস্যা মাঝমাঠ নিয়ে। সেই সমস্যা মেটাতে অনুশীলনে অভিজিতদের দিকে বেশি নজর দিচ্ছেন কোচ। পাশাপাশি রক্ষণ বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে চাইছেন রুশ কোচ। সবুজ মেরুনকে আটকাতে হলে রক্ষণ বিভাগকে সক্রিয় থাকতে হবে।
মোহনবাগান কোচ বাস্তব প্রায় বলছিলেন, ‘‘শেষ দুটি ম্যাচ থেকে ছয় পয়েন্ট অর্জন করে নেওয়াই আমাদের লক্ষ্য। মহমেডান অত্যন্ত শক্তিশালী দল। তবে তিনি পয়েন্ট আদায় করে নিতে আমরাও সমানভাবে তৈরি’’ অনূর্ধ্ব ২৩ জাতীয় দলে মোহনবাগানের চার জন ফুটবলার রয়েছেন। অনূর্ধ্ব-১৯ দলে রয়েছেন এক জন।