TRENDING:

Mohun Bagan: আজ কল্যাণীতেই মিনি ডার্বি, সুপার সিক্স নিশ্চিত করতে সাদা-কালো জয়ের লক্ষ্যে মোহনবাগান

Last Updated:

কলকাতা লিগে আমনে সামনে মোহনবাগান ও মহমেডান। অনিশ্চয়তার ঘেরাটোপ কাটিয়ে কল্যাণীতে আজ মিনি ডার্বি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পারাদীপ ঘোষ, কলকাতা: বৃহস্পতিবার কল্যাণীতেই মিনিডার্বি। কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ পর্যায়ে মুখোমুখি মোহনবাগান ও মহমেডান। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে মহমেডান ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সুপার সিক্সে। দশ ম্যাচে মোহনবাগানের সংগ্রহ ২৩ পয়েন্ট। সুপার সিক্সে খেলার যোগ্যতা মান পেরোতে বাকি দুই ম্যাচে ২ পয়েন্ট পেতেই হবে সবুজ মেরুনকে।
আজ কল্যাণীতেই মিনি ডার্বি, সুপার সিক্স নিশ্চিত করতে সাদা-কালো জয়ের লক্ষ্যে মোহনবাগান (Photo Source: Social Media)
আজ কল্যাণীতেই মিনি ডার্বি, সুপার সিক্স নিশ্চিত করতে সাদা-কালো জয়ের লক্ষ্যে মোহনবাগান (Photo Source: Social Media)
advertisement

আর এই জায়গা থেকেই লক্ষ্মীবারের কল্যাণীর মিনি ডার্বি দুই দলের কাছেই সমান গুরুত্বের। গ্রুপ পর্যায়ের ম্যাচের পয়েন্ট ক্যারি ফরওয়ার্ড হবে সুপার সিক্সে। ডেভিড, ব্যারেটোরা তাই তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া। অন্য দিকে শেষ ম্যাচে ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে নামার আগে প্রয়োজনীয় পয়েন্ট তুলে নিতে চাইছে বাস্তব রায়ের ছেলেরা!

আরও পড়ুন-সৌরভের বায়োপিকের জন্য এগিয়ে এলেন মাস্টার ব্লাস্টার, দাদাকে নিয়ে প্রযোজকদের ‘আনটোল্ড’ স্টোরি শোনালেন বন্ধু সচিন‌ 

advertisement

মোহনবাগানের প্রথম একাদশে অনেক বদল হওয়ার সম্ভাবনা। প্রথমবারের জন্য মোহনবাগানের সিনিয়র খেলোয়াড়দেরও দেখা যেতে পারে এই ম্যাচে। সেই সম্ভাবনাও প্রবল। জুনিয়র দলের অনেকেই জাতীয় দলে খেলার জন্য গিয়েছে। তাই তারা এই ম্যাচে থাকছেন না। তবে সিনিয়রদের মধ্যে কোন কোন তারকাকে বৃহস্পতিবার কল্যাণীতে দেখা যাবে সেটা গোপন রেখেছেন কোচ বাস্তব রায়।

advertisement

আরও পড়ুন– ইডেনে বিশ্বকাপের টিকিট নিয়ে জটিলতা অব্যাহত, অনুমোদিত সংস্থার জন্য বরাদ্দ কোটার টিকিটের নোটিস প্রত্যাহার, সমাধানে জয় শাহের সঙ্গে বৈঠকে সিএবি

অন্যদিকে মহমেডান কলকাতা লিগে দুরন্ত ছন্দে আছে। পুরো টুর্নামেন্টে একটি মাত্র ম্যাচ হেরেছে ডেভিডরা। এই মুহূর্তে নিজেদের গ্রুপে শীর্ষে  রয়েছে সাদা কালো শিবির। নতুন কোচ চের্নিশভ ডার্বি জিততে মরিয়া। মহমেডানের সমস্যা মাঝমাঠ নিয়ে। সেই সমস্যা মেটাতে অনুশীলনে অভিজিতদের দিকে বেশি নজর দিচ্ছেন কোচ। পাশাপাশি রক্ষণ বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে চাইছেন রুশ কোচ। সবুজ মেরুনকে আটকাতে হলে রক্ষণ বিভাগকে সক্রিয় থাকতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মোহনবাগান কোচ বাস্তব প্রায় বলছিলেন, ‘‘শেষ দুটি ম্যাচ থেকে ছয় পয়েন্ট অর্জন করে নেওয়াই আমাদের লক্ষ্য। মহমেডান অত্যন্ত শক্তিশালী দল। তবে তিনি পয়েন্ট আদায় করে নিতে আমরাও সমানভাবে তৈরি’’  অনূর্ধ্ব ২৩ জাতীয় দলে মোহনবাগানের চার জন ফুটবলার রয়েছেন। অনূর্ধ্ব-১৯ দলে রয়েছেন এক জন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan: আজ কল্যাণীতেই মিনি ডার্বি, সুপার সিক্স নিশ্চিত করতে সাদা-কালো জয়ের লক্ষ্যে মোহনবাগান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল