TRENDING:

Mohun Bagan vs FC Goa: এফসি গোয়ার ব্রাইসেনের গুঁতোয় সাগর পাড়ে ডুবল পালতোলা নৌকো! হার মোহনবাগানের

Last Updated:

Mohun Bagan vs FC Goa: ভাল খেললেও একাধিক গোলের সুযোগ নষ্ট, গোয়ায় হারতে হল মোহনবাগানকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফতোরদা: আইএসএলে টানা বেশ কয়েকদিন অপরাজিত থাকার পর অবশেষে থামল মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার কাছে হারতে হল সবুজ-মেরুন ব্রিগেডকে৷ গোয়ার হয়ে দুটি গোল করেন ব্রাইসেন৷ মোহনবাগানের একমাত্র গোলটি পেনাল্টি থেকে করেন পেত্রাতোস৷
এফসি গোয়ার ব্রাইসেনের গুঁতোয় সাগর পাড়ে ডুবল পালতোলা নৌকো! হার মোহনবাগানের
এফসি গোয়ার ব্রাইসেনের গুঁতোয় সাগর পাড়ে ডুবল পালতোলা নৌকো! হার মোহনবাগানের
advertisement

মোহনবাগান খুব যে খারাপ খেলেছে তা নয়, তবে ভাগ্য আজকে তাদের সঙ্গে ছিল না৷ পরিসংখ্যান বলে, বল পজিশন থেকে সঠিক পাস, সবকিছুতেই গোয়ার থেকে গোটা ম্যাচে এগিয়ে ছিল তারা৷ তারপরও হার৷ এক কথায় বলা ভাল, মলিনার হাতে তৈরি সাজানো বাগানো একাই ছারখার করে দিলেন গোয়ার এক অজানা উঠতি প্রতিভা৷ নাম  ব্রাইসেন ফার্নান্ডেজ৷ ম্যাচের ফল ২-১৷ দুটো গোলই এই ব্রাইসেনের৷

advertisement

আরও পড়ুন: স্কুলেই প্রথম প্রেম! রবিচন্দ্রণ অশ্বিনের লাভ স্টোরি সিনেমার থেকে কম যায় না…

ম্যাচের আগে থেকেই গরম গরম আওয়াজ আসছিল গোয়া শিবির থেকেই৷ এটাই যে, মোহনবাগানকে দেখে নেবে, তারা জিতবে৷ নেহাৎ কথার কথা ছিল না৷ ঘরের মাঠে শুরু থেকেই বেশ আক্রমণাত্মক খেলতে থাকে গোয়া৷ ম্যাচের প্রথম গোলটি আসে ১২ মিনিটের মাথায়৷ বাগান বক্সের ঠিক বাইরে থেকে শট নেন ব্রাইসেন৷ দুর্ভাগ্য বলটি অলড্রেডের পায়ে লেগে গতিপথ বদলে গোলে ঢুকে যায়৷ বাগান গোলরক্ষক বিশালের দেখা ছাড়া কিছু করার ছিল না৷

advertisement

এক গোলে পিছিয়ে থাকা মোহনবাগান দ্বিতীয়ার্ধে প্রবল ভাবে খেলায় ফেরে৷ তাদের একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়ছিল গোয়া রক্ষণে৷ এসবের মধ্যেই পেনাল্টি থেকে গোল করে  মোহনবাগানকে সমতায় ফেরাল পেত্রোতোস৷ ভাগ্য সহায় থাকলে মোহনবাগান জিতেও যেতে পারত। সাহালের দূরপাল্লার একটি শট ভালো সেভ করেন গোয়া গোলকিপার৷ সহজ সিটার মিস করেন পেত্রাতোস, ম্যাকলারেন৷

advertisement

আরও পড়ুন: কেকেআর অধিনায়ক হওয়া নিয়ে মুখ খুললেন রিঙ্কু সিং, জানিয়ে দিলেন বড় কথা

তবে গোল শোধ করলেও লাভ হয়নি৷ ফের গোয়ার ধাক্কা মোহনবাগান রক্ষণে৷ বোরহার সাজানো ভাসানো বল জোড়াল হেডে জালে জড়িয়ে দেন সেই ব্রেসইসেন৷ এবার বিশালের কিছু করার ছিল না৷ গোলের সময় মোহন রক্ষণও এক লাইনে দাঁড়িয়ে ছিল৷ যা চিন্তায় ফেলতে পারে মোলিনাকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এরপরেও দুই দল বেশ কিছু সুযোগ পেয়েছিল৷ তবে সাদিকু হোক বা দিমি বা ম্যাকলারেন, কেউ কাজে লাগাতে পারেননি৷

বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan vs FC Goa: এফসি গোয়ার ব্রাইসেনের গুঁতোয় সাগর পাড়ে ডুবল পালতোলা নৌকো! হার মোহনবাগানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল