Ravichandran Ashwin Love Story: স্কুলেই প্রথম প্রেম! রবিচন্দ্রণ অশ্বিনের লাভ স্টোরি সিনেমার থেকে কম যায় না...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Ravichandran Ashwin Love Story: রবিচন্দ্রন অশ্বিনের জীবনকাহিনী প্রেম এবং সাফল্যের এক মিশ্রণ। সবকিছু শুরু হয়েছিল যখন তিনি স্কুল জীবনে প্রীতি নারায়ণনের সঙ্গে পরিচিত হন। আজ, তাঁর এই যাত্রা তাকে ক্রিকেট দুনিয়ার শীর্ষে নিয়ে এসেছে। অশ্বিনের গল্প ততটাই অসাধারণ, যতটা তার রেকর্ড-ব্রেকিং পারফরম্যান্স।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রীতি অশ্বিনের কাজ সামলাচ্ছেনএক দশক ধরে তাঁরা একটি সুখী বিবাহিত জীবন উপভোগ করছেন এবং তাঁদের সম্পর্কের গভীর বোঝাপড়া ও একে অপরকে সমর্থনের জন্য ক্রিকেট মহলে প্রশংসিত। একটা বিষয় খুব কম লোকই জানেন৷ প্রীতি অশ্বিনের ক্রিকেট একাডেমি "জেন নেক্সট ক্রিকেট অ্যাকাডেমি" পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং "ক্যারম বল মিডিয়া" নামক একটি মিডিয়া আউটলেটও পরিচালনা করেন।
advertisement
advertisement
advertisement