TRENDING:

Mohun Bagan: মোহনবাগানে চুক্তি ঘোষণা অস্ট্রেলিয়ার কামিংসের! তিন বছরের জন্য সবুজ মেরুনে বিশ্বকাপার

Last Updated:

নিজের সেরাটা দিতে তৈরি অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা এই তারকা ফুটবলার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এই ঘোষণায় বিরাট কিছু চমক নেই। সবকিছু মোটামুটি আগে থেকেই ঠিক ছিল। শুধু অপেক্ষা ছিল দেখার কবে সরকারিভাবে চুক্তির ঘোষণা করা হয়। অবশেষে বুধবার সেটাই করে দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্তারা। জেসন
মোহনবাগানেই এলেন কামিংস
মোহনবাগানেই এলেন কামিংস
advertisement

কামিংসকে দলে নিতে মুখিয়ে ছিল আইসিএলের অনেক দলই। তবে মোহনবাগানের দেওয়া প্রস্তাবের কাছে ধোপে টেকেনি কেউই। কারণ বাগান শিবির প্রথম থেকেই তাঁকে দলে নিতে মরিয়া ছিল।

কারণ গতবছর বাগান চ্যাম্পিয়ন হলেও স্ট্রাইকার সমস্যায় ভুগতে হয়েছে তাদেরকে। ফলে কামিংসের দিকেই নজর ছিল সবার। অবশেষে সবাইকে পিছনে ফেলে দিয়ে তিন বছরের জন্য বাগানে কামিংস। কাতার বিশ্বকাপে খেলেছেন এই অস্ট্রেলিয়ান ফুটবলার। সেখানেই বাগান কর্তাদের মনে ধরেন কামিংসকে। মোহনবাগান যে পরিমাণ অর্থ বরাদ্দ করে সেই পরিমাণ অর্থ কোনও ক্লাবই দিতে রাজি হয়নি।

advertisement

তাই শেষ পর্যন্ত মোহনবাগানের সাথে চুক্তি করতেই রাজি হয় কামিংসের ক্লাব। এই চুক্তির ফলেই ভারতীয় ফুটবলে কোনও বিদেশি স্ট্রাইকার আসল রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে। এখন সবুজ মেরুন দলের সমর্থকরা অপেক্ষায় রয়েছেন কামিংস ও দিমিত্রি জুটি কেমন খেলবে তা দেখার জন্য। জেসন নিজে জন্মসূত্রে স্কটিশ হলেও এখন তার অস্ট্রেলিয়ান নাগরিকত্ব।

তার মা অস্ট্রেলিয়ান। জেসন বা পায়ের ফুটবলার হলেও প্রয়োজনে ডান পা ব্যবহার করতে পারেন। তার চুক্তির পরিমাণ না জানানো হলেও সব মিলিয়ে প্রায় ৯ কোটি টাকার আশেপাশে এমনটাই আশা করা যাচ্ছে। জেসন জানিয়েছেন তাকে ইন্টারনেটের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় সবুজ মেরুন সমর্থকরা এর মধ্যেই প্রচুর ভালোবাসা পাঠিয়েছেন।

advertisement

তিনি জানেন মোহনবাগানের অতীত এবং বর্তমানের কথা। সামনে এশিয়ার সেরা হওয়ার লক্ষ্য আছে তাদের। নিজের সেরাটা দিতে তৈরি অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা এই তারকা ফুটবলার। নিজের ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে চ্যাম্পিয়ন করে এসেছেন। হ্যাটট্রিক করেছিলেন। সবুজ মেরুন

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

জার্সিতেও নিজের ছন্দ বজায় রাখতে পারবেন আশাবাদী তিনি।

বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan: মোহনবাগানে চুক্তি ঘোষণা অস্ট্রেলিয়ার কামিংসের! তিন বছরের জন্য সবুজ মেরুনে বিশ্বকাপার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল