এছাড়া পোল্যান্ড, বলিভিয়া এবং তুরস্কে খেলেছেন সাদিকু। ঠান্ডা মাথায় বক্সের মধ্যে বল ফিনিশ করতে পারেন পাঁচ ফুট ১১ ইঞ্চির এই স্ট্রাইকার। বক্সের ভেতর ডিফেন্ডারদের চাপে রাখতে পারেন। সাদিকু জানিয়েছেন এই মুহূর্তে স্পেনে মানুষ ভারতীয় ফুটবল সম্পর্কে খোঁজ খবর রাখেন গত চার-পাঁচ বছর ধরে। তিনি যখন মোহনবাগানের থেকে ভারতের খেলার প্রস্তাব পান তখন এক সপ্তাহের মধ্যেই জানিয়ে দেন তিনি প্রস্তুত কলকাতায় আসতে।
advertisement
মোহনবাগান সম্পর্কে ইন্টারনেট দেখে তার একটা ধারণা তৈরি হয়েছে। জানেন দেশের সবচেয়ে পুরনো ফুটবল ক্লাব এবং অসংখ্য ভক্ত রয়েছে এই দলের। গতবার ভারত সেরা হয়েছে মোহনবাগান। সাদিকু মনে করেন পেশাদার ফুটবলার হিসেবে ভারতে তিনি মানিয়ে নিতে পারবেন তাড়াতাড়ি। কোচ তাকে সমর্থন করলে এবং সতীর্থরা সাহায্য করলে আবার ভারত এবং এশিয়ার সেরা হওয়া সম্ভব। সাদিকু জানিয়েছেন তিনি উত্তেজিত ভারতবর্ষে খেলতে আসবেন বলে। মোহনবাগান সমর্থকদের জন্য তিনি শুভেচ্ছা জানিয়েছেন।