TRENDING:

মোহনবাগান ক্যান্টিনে হবে স্পেশাল মেনু, ডিমের ডেভিল থেকে চিংড়ির মালাইকারি! যাবেন নাকি?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত ৩০ বছর ধরে মোহনবাগান ক্যান্টিনের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। পুরনো মোহনবাগান ক্যান্টিন বদলে গিয়ে এখন আধুনিকতার স্পর্শ লেগেছে। নতুন যা চকচকে কাঁচের ঘর সঙ্গে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। আছে টিভি। কিন্তু একটুও বদলে যাননি ক্যান্টিনের মালিক কাজু মুখোপাধ্যায়। সামান্য অসুস্থ থাকায় এই মুহূর্তে বাড়িতেই থাকতে হচ্ছে।
চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগান ক্যান্টিনে থাকবে নতুন মেনু
চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগান ক্যান্টিনে থাকবে নতুন মেনু
advertisement

বেহালা সখের বাজার থেকে নিজের বাড়িতে বসেই আইএসএল ফাইনাল দেখেছেন। প্রিয় দল চ্যাম্পিয়ন হওয়ার পর রবিবার মোহনবাগান ক্যান্টিনে কোন কোন স্পেশাল খাবার হবে জিজ্ঞেস করলে অনেক কিছু নাম বললেন তিনি। মোহনবাগান ক্যান্টিনের কাজুদা জানিয়ে দিলেন মোহনবাগান ভারত সেরা হওয়ার পর রবিবার ক্লাবে অন্যদিনের তুলনায় ভিড় বেশি হবে

চিংড়ির মালাইকারি করার ইচ্ছে আছে। কারণ মোহনবাগান মানেই চিংড়ি। এছাড়া থাকছে ডিমের ডেভিল, ফিশ চপ, চিকেন স্টু এবং ভেজিটেবল চপ। ঘুগনি এবং পাউরুটি তো থাকবেই। এর সঙ্গে চা এবং কফি। সমর্থকরা যেমন প্রথম আইএসএল ট্রফি পাওয়ার পর খুশি তার থেকেও মনে হয় বেশি খুশি এটিকে নাম উঠে যাওয়ার কারণে। এই মোহনবাগান ক্যান্টিনে অতীত থেকে বর্তমান দেশ এবং বিদেশের প্রচুর নামি ফুটবলার খেয়ে গিয়েছেন।

advertisement

কৃষানু, বিকাশ, সুব্রত, সত্যজিৎ, চিমা থেকে শুরু করে ব্যারেটো এবং সুনীল ছেত্রী পর্যন্ত খেয়েছেন। এখনকার ফুটবলাররা মোহনবাগান মাঠে ট্রেনিং করেন ঠিক কথা। কিন্তু তাদের মেনু আলাদা। ফাইভ স্টার হোটেলের মেনু ছাড়া তারা খান না। তবে এখন ভারত সেরা হওয়ার মুহূর্তের পর সেই মোহনবাগান ক্যান্টিনের স্পেশাল মেনু তারা টেস্ট করবেন কিনা সেটা সময় বলবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

সুজিত ভৌমিক

বাংলা খবর/ খবর/খেলা/
মোহনবাগান ক্যান্টিনে হবে স্পেশাল মেনু, ডিমের ডেভিল থেকে চিংড়ির মালাইকারি! যাবেন নাকি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল