বেহালা সখের বাজার থেকে নিজের বাড়িতে বসেই আইএসএল ফাইনাল দেখেছেন। প্রিয় দল চ্যাম্পিয়ন হওয়ার পর রবিবার মোহনবাগান ক্যান্টিনে কোন কোন স্পেশাল খাবার হবে জিজ্ঞেস করলে অনেক কিছু নাম বললেন তিনি। মোহনবাগান ক্যান্টিনের কাজুদা জানিয়ে দিলেন মোহনবাগান ভারত সেরা হওয়ার পর রবিবার ক্লাবে অন্যদিনের তুলনায় ভিড় বেশি হবে
চিংড়ির মালাইকারি করার ইচ্ছে আছে। কারণ মোহনবাগান মানেই চিংড়ি। এছাড়া থাকছে ডিমের ডেভিল, ফিশ চপ, চিকেন স্টু এবং ভেজিটেবল চপ। ঘুগনি এবং পাউরুটি তো থাকবেই। এর সঙ্গে চা এবং কফি। সমর্থকরা যেমন প্রথম আইএসএল ট্রফি পাওয়ার পর খুশি তার থেকেও মনে হয় বেশি খুশি এটিকে নাম উঠে যাওয়ার কারণে। এই মোহনবাগান ক্যান্টিনে অতীত থেকে বর্তমান দেশ এবং বিদেশের প্রচুর নামি ফুটবলার খেয়ে গিয়েছেন।
কৃষানু, বিকাশ, সুব্রত, সত্যজিৎ, চিমা থেকে শুরু করে ব্যারেটো এবং সুনীল ছেত্রী পর্যন্ত খেয়েছেন। এখনকার ফুটবলাররা মোহনবাগান মাঠে ট্রেনিং করেন ঠিক কথা। কিন্তু তাদের মেনু আলাদা। ফাইভ স্টার হোটেলের মেনু ছাড়া তারা খান না। তবে এখন ভারত সেরা হওয়ার মুহূর্তের পর সেই মোহনবাগান ক্যান্টিনের স্পেশাল মেনু তারা টেস্ট করবেন কিনা সেটা সময় বলবে।
সুজিত ভৌমিক