TRENDING:

Mohun Bagan: সমর্থকের রক্ত ঝরার বদলা পূরণ! জামশেদপুর ২-০ গোলে হারিয়ে ফাইনালে মোহনবাগান

Last Updated:

Mohun Bagan: জামশেদপুরের বিরুদ্ধে আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় লেগে জামশেদপুরকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে ফেলল মোহনবাগান সুপার জায়ান্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অ্যাওয়ে ম্যাচে হারতে হয়েছিল ২-১ গোলে। সঙ্গে রক্ত ঝরেছিল ক্লাবের সমর্থকদের। ফলে ঘরের মাঠে বদলা নেওয়ার জন্য ছটফট করছিল সবুজ-মেরুণ ব্রিগেড। আহত ফ্যানেদের সঙ্গে দেখা করে মাঠেই জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন ম্যাকলারেনরা। আর জামশেদপুরের বিরুদ্ধে আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় লেগে জামশেদপুরকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করে ফেলল মোহনবাগান সুপার জায়ান্ট।
News18
News18
advertisement

সরাসরি ফাইনালে যাওয়ার জন্য ২ গোলের ব্যবধানেই জিততে হত মোহনবাগানকে। ১ গোলে জিতলে খেলা গড়াত টাইব্রেকারে। ফলে আক্রমণ ছাড়া কোনও উপায় ছিল না হোসে মোলিনার ছেলেদের। ম্যাচের প্রথম মিনিট থেকে আক্রমণ শুরু করে সবুজ-মেরুণের অ্যাটাকিং লাইন। কিন্তু ম্যাচের প্রথমার্ধ একাধিক গোলের সুযোগ তৈরি করেও জালে বল জড়াতে পারেনি মোহনবাগান। সুযোগ নষ্ট না করলে প্রথমার্ধেই গোলের মুখ খুলতে পারত মলিনার দল।

advertisement

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে প্রথম গোল পায় মোহনবাগান। বক্সের মধ্যে বল হাতে লাগিয়েছিলেন প্রণয় হালদার। যে কারণে পেনাল্টি পেয়ে যায় মোহনবাগান। আর জালে বল জড়াতে কোনও ভুল করেনি জেসন কামিংস। এরপর আক্রমণ-প্রতিআক্রমণে খেলা চললেও কোনও দল গোলের মুখ খুলতে পারছিল না। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর অনেকেই ধরে নিয়েছিল খেলা অতিরিক্ত সময়ে গড়াতে চলেছে।

advertisement

আরও পড়ুনঃ Virat Kohli: আরও এক ইতিহাস গড়লেন বিরাট কোহলি, যা কোনও ভারতীয় ক্রিকেটারের নেই

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিন্তু ফুটবল ঈশ্বর এদিন মোহনবাগানের সহায় ছিল। ইনজুরি টাইমে চোখ ধাঁধানো গোল করে সবুজ-মেরুণের জয় নিশ্চিত করেন মিজোরামের ফুটবলার আপুইয়া। ম্যাচের ৯৪ মিনিটে বক্সের বেশ খানিকটা বাইরে থেকে বাঁক খাওয়ানো শটে বল জালে জড়িয়ে দেন আপুইয়া। আর জালে বল জড়াতেই উৎসব শুরু হয়ে যায় যুবভারতীতে। ফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Mohun Bagan: সমর্থকের রক্ত ঝরার বদলা পূরণ! জামশেদপুর ২-০ গোলে হারিয়ে ফাইনালে মোহনবাগান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল