ভারতীয় দলের দাবি, মহসিন নকভি তাঁর ভারতবিরোধী মনোভাব ও বিতর্কিত মন্তব্যের জন্য কুখ্যাত। তাই তাঁর হাত থেকে ট্রফি নেওয়া উচিত হবে না। টিম ইন্ডিয়া আমিরশাহি ক্রিকেট বোর্ডের সভাপতি খালিদ আল জারোনি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের কাছ থেকে ট্রফি নিতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু নকভি এতে রাজি হননি এবং নিজের হাতে ট্রফি দেওয়ার বিষয়টি জোর দিতে থাকেন।
advertisement
অনুষ্ঠানের শেষ দিকে নকভি মঞ্চ থেকে নামেন এবং এসিসি কর্মকর্তারা ট্রফি নিয়ে তাঁর পেছনে চলে যান। পরে জানা যায়, ট্রফিটি বর্তমানে এসিসি-এর দুবাই সদর দফতরে সংরক্ষিত আছে। ভারতের পক্ষে কেউ ট্রফি বা মেডেল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। যা নিয়ে তৈরি হয় তুমুল বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় নকভিকে ‘ট্রফি চোর’ বলে তুমুল বিদ্রুপ করা হয়।
এই অচলাবস্থার প্রেক্ষিতে মহসিন নকভি অবশেষে ট্রফি ও মেডেল ফিরত দিতে চেয়েছেন। তার জন্য অবশ্য একটি শর্ত দিয়েছেন। যদি ভারত ট্রফি ও মেডেল গ্রহণ করতে চায়, তাহলে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন করতে হবে। সেখান থেকেই নিতে হবে ট্রফি মেডেল। তবে ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, এমন কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, যা থেকে বোঝা যাচ্ছে যে এই বিতর্ক সহজে মিটবে না।
এদিকে ভারতীয় খেলোয়াড়রা জয় উদযাপন করেছেন ভিন্নধর্মীভাবে। ট্রফি হাতে তোলার ভঙ্গি করে ছবি তুলেছেন এবং সোশ্যাল মিডিয়ায় কাপ বা ট্রফি ইমোজি দিয়ে পোস্ট করেছেন। ক্রিকেট ইতিহাসে এটি এক ব্যতিক্রমী ও অপ্রত্যাশিত ঘটনা, যা ক্রীড়াক্ষেত্রে রাজনীতির প্রভাব নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।