TRENDING:

এখনই বাইচুংয়ের সঙ্গে তুলনা চান না জেজে

Last Updated:

মঙ্গলবার দল উড়ে গেছে গুয়াহাটি। বিকেলে অনুশীলন করেছে ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে। ছয় ফুটবলারকে বিশ্রাম দিয়ে দল সাজিয়েও আত্মবিশ্বাসী সঞ্জয় সেন। লুসিয়ানোকে শেষপর্যন্ত বিশ্রাম দিলে একমাত্র বিদেশি কাটসুমিকে নিয়েই মাঠে নামবে বাগান। এখান খেলেই শিলং উড়ে যাবে মোহনবাগান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: প্রথম একাদশের ছয় ফুটবলারকে বিশ্রাম। মূলত স্বদেশি ব্রিগেডের ওপর ভরসা করেই এএফসি কাপের নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। সাউথ চায়নার বিরুদ্ধেও সেরাটুকু দিতে আত্মবিশ্বাসী বাগান কোচ।ভাল খেলা, ভাল ফলাফল এমন উদাহরণ ঝুরি ঝুরি। কিন্তু বাগানে ঢোকেনি ট্রফি। তাতে আর লাভ কী! বাংলায় কোচিং করিয়ে বাঙালি কোচের এমনটাই আক্ষেপ।
advertisement

তাই মরশুমের শেষ ট্রফি ফেডারেশন কাপই এখন পাখির চোখ। এএফসি কাপ খেলতে  সাবধান-নীতি বাগান কোচের। নর্ডি, গ্লেনদের পাশাপাশি বাগানের রির্জাভ বেঞ্চই বা কম কীসের? নেহাতই নিয়মরক্ষার ম্যাচে এএফসি কাপে তাই অন্য ভাবনা।

নর্ডি, গ্লেন, বিক্রমজিৎ, কিংশুক, ধনচন্দ্র, প্রণয়দের বিশ্রাম। জেজে রয়েছেন। নিয়মিত গোল পেলেও তিনি অবশ্য এখনই বাইচুংয়ের সঙ্গে নিজের তুলনা টানতে চান না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মঙ্গলবার দল উড়ে গেছে গুয়াহাটি। বিকেলে অনুশীলন করেছে ইন্দিরা গান্ধি স্টেডিয়ামে। ছয় ফুটবলারকে বিশ্রাম দিয়ে দল সাজিয়েও আত্মবিশ্বাসী সঞ্জয় সেন। লুসিয়ানোকে শেষপর্যন্ত বিশ্রাম দিলে একমাত্র বিদেশি কাটসুমিকে নিয়েই মাঠে নামবে বাগান। এখান খেলেই শিলং উড়ে যাবে মোহনবাগান।

বাংলা খবর/ খবর/খেলা/
এখনই বাইচুংয়ের সঙ্গে তুলনা চান না জেজে