তার মধ্যেই চাকরি খোয়ালেন কিবু ভিকুনা। আই লিগে একের পর এক ব্যর্থতার জেরে এই স্প্যানিশ কোচকে ছেঁটে ফেলল মহমেডান স্পোর্টিং। সোমবার ক্লাবের নতুন কমিটি গঠনের পরই এই সিদ্ধান্ত নেয় সাদা-কালো শিবির। কিবুর পরিবর্তে মহমেডানের নতুন কোচ হলেন কলকাতার তিন প্রধানের জার্সি গায়ে চাপানো মেহরাজউদ্দিন ওয়াডু।
কয়েকদিন আগেই আই লিগ ক্লাব রিয়াল কাশ্মীরের কোচের দায়িত্ব ছাড়েন তিনি। প্রাক্তন এই ডিফেন্ডারকে কোচ হিসেবে নিয়োগ করতে সময় নষ্ট করেননি সাদা-কালো কর্তারা। আপাতত আই লিগে শেষ চারটি ম্যাচ ও সুপার কাপের জন্য তাঁকে দায়িত্বে আনা হল। এই পর্বে ভাল ফল করতে পারলে মেহরাজের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পথে হাঁটবে ক্লাব।
দায়িত্ব নিয়েই দল নিয়ে প্রস্তুতি নেমে পড়েন মেহরাজ। তিনি জানান, দলের গত কয়েক ম্যাচে ফল ভালো হয়নি। আপাতত লক্ষ্য লিগের বাকি ম্যাচগুলিতে ভালো ফল করা। সেক্ষেত্রে সুপার কাপের বাছাই পর্বে কিছুটা হলেও সহজ প্রতিপক্ষের মুখোমুখি হতে পারব। উল্লেখ্য, ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম স্থানে রয়েছে মহমেডান স্পোর্টিং।
পাঁচটি জয় ও আটটিতে হারের মুখ দেখেছে তারা। ড্র করেছে পাঁচটিতে। মেহরাজ ভাল করে জানেন তার দায়িত্ব কতটা। কলকাতা ফুটবল তার কাছে নতুন কিছু নয়। তাই আশা করাই যায় তিনি ভাল ফল এনে দেবেন সাদা কালো ব্রিগেডকে।