এদিন মাত্র ১২ রানে ৫ উইকেট তুলে নেন৷ তার ৫ উইকেটের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ‘রাজ’ করেছে৷
advertisement
এদিন মোট ৬ উইকেট নিয়েছেন তিনি৷ পাথুম নিশঙ্কার উইকেট দিয়ে তাঁর এদিন আগুন ঝরানো স্পেল শুরু হয়৷ রবীন্দ্র জাদেজা দারুণ একটি ক্যাচ ধরেন৷ একটি বলের গ্যাপের পর সিরাজ সাদিরা সমরাবিক্রমাকে প্যাকআপ করে দেন৷ এরপর যান চরিথা অসলঙ্কা৷ পরপর দু বলে ২ জন প্যাভিলিয়নে ফিরে যান তাঁরা৷ চার নম্বর উইকেটটি নেন তিনি ধনঞ্জয় ডি সিলভাকে আউট করে৷ পাথুম ২ রান ও ধনঞ্জয় ৪ রান করেছিলেন৷ বাকি দুই ক্রিকেটারই ০ রানে প্যাভিলিয়নের রাস্তায় হাঁটেন৷
নিজের পাঁচ নম্বর উইকেটটি নিতে তিনি দাসুনা শনাকার উইকেটটি নেন৷ তিনিও শূন্য রানেই ড্রেসিংরুমে ফিরে যান৷
ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ি শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটের দ্রুততম পাঁচ উইকেট নিয়ে তিনি শ্রীলঙ্কারই প্রাক্তন তারকাকে ছুঁয়ে ফেললেন৷ চামিন্ডা ভাস ১৬ বলে ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধে৷ এদিনও সিরাজও তাই করলেন৷