TRENDING:

Mohammed Siraj Viral Video: চোখের পলক ফেলতেই ৫ উইকেট সাফ, একদিনের ক্রিকেটে সবচেয়ে তাড়াতাড়ি ৫ উইকেট নিলেন সিরাজ

Last Updated:

Mohammed Siraj Viral Video: ভারত বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপের ফাইনালে মহম্মদ সিরাজ যেন পুরো ম্যাচটিকে ‘খেলা’-তে পরিণত করে দিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Mohammed Siraj Viral Video: চোখের পলক ফেলতেই ৫ উইকেট সাফ, ১২ বলে ৫ উইকেট৷ ভারতের হয়ে সবেচেয়ে তাড়াতাড়ি  একদিনের ক্রিকেটে সবচেয়ে তাড়াতাড়ি ৫ উইকেট নিলেন সিরাজ৷ ভারত বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপের ফাইনালে মহম্মদ সিরাজ যেন পুরো ম্যাচটিকে ‘খেলা’-তে পরিণত করে দিলেন৷
এদিন মোট ৬ উইকেট নিয়েছেন তিনি
এদিন মোট ৬ উইকেট নিয়েছেন তিনি
advertisement

এদিন মাত্র ১২ রানে ৫ উইকেট তুলে নেন৷ তার ৫ উইকেটের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ‘রাজ’ করেছে৷

advertisement

advertisement

advertisement

এদিন মোট ৬ উইকেট নিয়েছেন তিনি৷  পাথুম নিশঙ্কার উইকেট দিয়ে তাঁর এদিন আগুন ঝরানো স্পেল শুরু হয়৷ রবীন্দ্র জাদেজা দারুণ একটি ক্যাচ ধরেন৷ একটি বলের গ্যাপের পর সিরাজ সাদিরা সমরাবিক্রমাকে প্যাকআপ করে দেন৷ এরপর যান চরিথা অসলঙ্কা৷ পরপর দু বলে ২ জন প্যাভিলিয়নে ফিরে যান তাঁরা৷ চার নম্বর উইকেটটি নেন তিনি ধনঞ্জয় ডি সিলভাকে আউট করে৷ পাথুম ২ রান ও ধনঞ্জয় ৪ রান করেছিলেন৷ বাকি দুই ক্রিকেটারই ০ রানে প্যাভিলিয়নের রাস্তায় হাঁটেন৷

advertisement

নিজের পাঁচ নম্বর উইকেটটি নিতে তিনি দাসুনা শনাকার উইকেটটি নেন৷ তিনিও শূন্য রানেই ড্রেসিংরুমে ফিরে যান৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ি শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটের দ্রুততম পাঁচ উইকেট নিয়ে তিনি শ্রীলঙ্কারই প্রাক্তন তারকাকে ছুঁয়ে ফেললেন৷ চামিন্ডা ভাস ১৬ বলে ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধে৷ এদিনও সিরাজও তাই করলেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Mohammed Siraj Viral Video: চোখের পলক ফেলতেই ৫ উইকেট সাফ, একদিনের ক্রিকেটে সবচেয়ে তাড়াতাড়ি ৫ উইকেট নিলেন সিরাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল