TRENDING:

Mohammed Siraj: সিরাজ ও আকাশ দীপের আগুনে স্পেলে বিশ্বের প্রথম দল হিসেবে বড় রেকর্ড গড়ল ভারত

Last Updated:

Mohammed Siraj: বার্মিংহামের এজবাস্টনে চলমান দ্বিতীয় টেস্টে ভারতের দুই পেসার মহম্মদ সিরাজ ও আকাশ দীপের বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪০৭ রানে অলআউট হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বার্মিংহামের এজবাস্টনে চলমান দ্বিতীয় টেস্টে ভারতের দুই পেসার মহম্মদ সিরাজ ও আকাশ দীপের বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪০৭ রানে অলআউট হয়েছে। সিরাজ ১৯.৪ ওভারে ৭০ রানে ৬ উইকেট এবং আকাশ দীপ ২০ ওভারে ৮৮ রানে ৪ উইকেট নেন। এই দুই পেসারের দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ডের ছয় ব্যাটার শূন্য রানে ফিরে যান, যা টেস্ট ইতিহাসে প্রথমবার কোনো দলের বিরুদ্ধে ঘটল।
News18
News18
advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশ দীপ ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুই বলে বেন ডাকেট ও ওলি পোপকে আউট করে ইংল্যান্ডের ব্যাটিংয়ে ধস নামিয়ে দেন। শুক্রবার সকালে মহম্মদ সিরাজ জো রুট এবং অধিনায়ক বেন স্টোকসকে টানা দুই বলে আউট করে চাপে ফেলে দেন ইংলিশ ব্যাটিং লাইনআপকে। এরপর তৃতীয় সেশনে ব্রায়ন কার্স, জশ টাং এবং শোয়েব বশিরকেও ফিরিয়ে সিরাজ ইনিংসে মোট ছয় উইকেট নেন।

advertisement

এই ম্যাচে সিরাজ এমন এক কৃতিত্ব অর্জন করেছেন, যা আগে কোনো ভারতীয় বোলার করতে পারেননি। তিনি এখন একমাত্র ভারতীয়, যিনি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় টেস্ট ইনিংসে ছয় উইকেটের বেশি নিয়েছেন। ইংল্যান্ডে এর আগে মাত্র ৮ জন ভারতীয় বোলার এক ইনিংসে ছয় বা তার বেশি উইকেট নিতে পেরেছেন এবং দক্ষিণ আফ্রিকায় পেরেছেন ৭ জন, তবে সিরাজই একমাত্র যিনি দুই দেশেই এই কৃতিত্বের অধিকারী।

advertisement

সিরাজ তার উইকেট শিকার শুরু করেন জ্যাক ক্রলিকে (১৯) স্লিপে করুণ নায়ারের হাতে ক্যাচ করিয়ে। এরপর রুট ও স্টোকসকে ফিরিয়ে দেন পরপর দুই বলে। দিনের শেষে তিনি আরও তিনটি উইকেট নিয়ে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন। সিরাজ ও আকাশ দীপের দুর্দান্ত বোলিংয়ে ভারত এখন ম্যাচে ভালো অবস্থানে রয়েছে।

আরও পড়ুনঃ Lottery: লটারিতে কোটি টাকা জেতার ১০০ শতাংশ গ্যারান্টি! দুই অধ্যাপক আবিষ্কার করলেন এমন ফর্মুলা!

advertisement

প্রথম ইনিংসে ১৮০ রানের বড় ও গুরুত্বপূর্ণ লিড পেয়েছে ভারতীয় দল। তৃতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর ৬৪ রানে ১ উইকেট। ক্রিজে রয়েছেন কেএল রাহুল ও করুন নায়ার। ভারতের লিড এখনও পর্যন্ত ২৪৪ রানের। চতুর্থ ইনিংসে অনেকটা নির্ধারিত হবে ম্যাচের ভাগ্য।

বাংলা খবর/ খবর/খেলা/
Mohammed Siraj: সিরাজ ও আকাশ দীপের আগুনে স্পেলে বিশ্বের প্রথম দল হিসেবে বড় রেকর্ড গড়ল ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল