শামি তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলেছেন জুন ২০২৩-এ,ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে শামি ৪টি উইকেট নিয়েছিলেন কিন্তু তবুও ভারত হেরে যায় ২০৯ রানে।
এর পর ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তিনি চোটের কারণে টানা ৫টি টেস্ট সিরিজে অনুপস্থিত ছিলেন। তিনি মাঝে ফিরে ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেন। কিন্তু ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াডে জায়গা পাননি।
advertisement
আরও পড়ুন- ‘কেন শপথপত্র সই করব?,’ দেখালেন কারণ…‘ভোট চুরি’ নিয়ে কমিশনকে পাল্টা উত্তর রাহুল গান্ধির
শামি বর্তমানে ফিটনেস রিকভারি ও বোলিং প্র্যাকটিসে রয়েছেন। বোর্ড সূত্র বলছে, তিনি পরবর্তী টেস্ট সিরিজের জন্য উপলব্ধ থাকতে পারেন। যদি সবকিছু ঠিকঠাক চলে তা হলে আগামী মাসেই ভারতীয় দলে প্রত্যাবর্তন সম্ভব শামির।
জুন মাসে ইংল্যান্ড সফরের জন্য যখন ভারতীয় দল ঘোষণা করা হয়। তখন মহম্মদ শামিকে আবারও উপেক্ষা করা হয়েছিল। সূত্রের মতে, বিষয়টা শুধুই ‘উপেক্ষা’ ছিল না। BCCI নির্বাচকরা শামির সঙ্গে স্কোয়াড ঘোষণার আগে যোগাযোগ করেছিলেন। শামি নিজেই তখন জানিয়েছিলেন, তিনি নিজের ফিটনেস নিয়ে শতভাগ নিশ্চিত নন। ফলে তাঁকে বাদ দেওয়ার কারণ পারফরম্যান্স নয়, বরং ফিটনেস।
বিসিসিআই-এর এক সূত্র জানিয়েছে, “ওর ফিটনেস দেখা দরকার। আগে ও রনজি ম্যাচগুলোতে এক স্পেলে ৩-৪ ওভার বল করতে পারত। এবার দেখতে হবে, ওর শরীর কতটা লম্বা স্পেল বোলিংয়ের জন্য প্রস্তুত!” শামি দলীপ ট্রফিতে ভাল পারফরম্যান্স করলে তাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় টেস্ট দলে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।