TRENDING:

করোনা, ফিটনেস, সব পরীক্ষায় পাস! বিশ্বকাপ খেলতে চললেন বাংলার এক নম্বর পেসার

Last Updated:

Mohammad Shami taken flight for Australia: মিশন অস্ট্রেলিয়া। ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলতে চললেন বাংলার পেসার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: চোট, করোনা। একের পর এক বাধা। তবুও শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে বিশ্বকাপ খেলতে উড়ে গেলেন বাংলার এক নম্বর পেসার মহম্মদ শামি। ফ্লাইটে বসে ছবিও দিলেন।
advertisement

ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মহম্মদ শামিকে নিয়ে অতীতে অনেক কথা হয়েছে। তাঁর ফিটনেস এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। অস্ট্রেলিয়ায় পৌঁছলেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ পেসার। বুধবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন তিনি।

আরও পড়ুন- অস্ট্রেলিয়া গিয়ে স্টাইলে মজে রোহিত, পন্থরা ! দেখেই রাগে লাল দেশের ক্রিকেটপ্রেমীরা

advertisement

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নির্বাচিত ভারতীয় দলে স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে রয়েছেন শামি। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহের ইনজুরির কারণে দলে চিন্তা বেড়েছে। তাঁর বদলি হিসেবে কোন বোলারকে রাখা হবে, সেই প্রশ্ন সমর্থকদের মনে ছিল। বিসিসিআই এখনও কারও নাম চূড়ান্ত করেনি। তবে তথ্য অনুযায়ী, শামিকেও খেলার সুযোগ দেওয়া হবে।

advertisement

ঘরোয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য শামিকে নির্বাচন করা হয়েছিল। কিন্তু তার আগেই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকেই তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। করোনাকে হারিয়ে শামি ফিরেছেন। এবার ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরেছেন তিনি।

advertisement

আরও পড়ুন- সৌরভের পর এবার কী কোপের মুখে 'দাদা' ঘনিষ্ঠ দ্রাবিড়-লক্ষ্মণ, ভারতীয় ক্রিকেটে জোর জল্পনা

বুমরাহ না থাকায় এবার বাকি পেসারদের উপর বাড়তি দায়িত্ব থাকবে। তবে শামিও এখন ভারতীয় দলের ভরসাযোগ্য পেসার। ফলে তাঁর কাঁধেও যে দায়িত্ব থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তবে টি-২০ ক্রিকেটে শামির কার্যকারিতা নিয়ে অনেকে প্রশ্নও তোলেন। অনেকেরই দাবি, ছোট ফরম্যাটে শামি উইকেট তুললেও তাঁর ইকোনমি রেট বেশি থাকে। যা কি না দলের জন্য সমস্যার।

বাংলা খবর/ খবর/খেলা/
করোনা, ফিটনেস, সব পরীক্ষায় পাস! বিশ্বকাপ খেলতে চললেন বাংলার এক নম্বর পেসার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল