ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মহম্মদ শামিকে নিয়ে অতীতে অনেক কথা হয়েছে। তাঁর ফিটনেস এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। অস্ট্রেলিয়ায় পৌঁছলেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ পেসার। বুধবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন তিনি।
আরও পড়ুন- অস্ট্রেলিয়া গিয়ে স্টাইলে মজে রোহিত, পন্থরা ! দেখেই রাগে লাল দেশের ক্রিকেটপ্রেমীরা
advertisement
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নির্বাচিত ভারতীয় দলে স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে রয়েছেন শামি। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহের ইনজুরির কারণে দলে চিন্তা বেড়েছে। তাঁর বদলি হিসেবে কোন বোলারকে রাখা হবে, সেই প্রশ্ন সমর্থকদের মনে ছিল। বিসিসিআই এখনও কারও নাম চূড়ান্ত করেনি। তবে তথ্য অনুযায়ী, শামিকেও খেলার সুযোগ দেওয়া হবে।
ঘরোয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য শামিকে নির্বাচন করা হয়েছিল। কিন্তু তার আগেই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকেই তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। করোনাকে হারিয়ে শামি ফিরেছেন। এবার ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরেছেন তিনি।
আরও পড়ুন- সৌরভের পর এবার কী কোপের মুখে 'দাদা' ঘনিষ্ঠ দ্রাবিড়-লক্ষ্মণ, ভারতীয় ক্রিকেটে জোর জল্পনা
বুমরাহ না থাকায় এবার বাকি পেসারদের উপর বাড়তি দায়িত্ব থাকবে। তবে শামিও এখন ভারতীয় দলের ভরসাযোগ্য পেসার। ফলে তাঁর কাঁধেও যে দায়িত্ব থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তবে টি-২০ ক্রিকেটে শামির কার্যকারিতা নিয়ে অনেকে প্রশ্নও তোলেন। অনেকেরই দাবি, ছোট ফরম্যাটে শামি উইকেট তুললেও তাঁর ইকোনমি রেট বেশি থাকে। যা কি না দলের জন্য সমস্যার।