TRENDING:

Mohammad Azharuddin On Ravi Shasri: 'রবি শাস্ত্রী সাংবাদিক বৈঠকে আসে না কেন?' বড় প্রশ্ন তুললেন আজহারুদ্দিন

Last Updated:

Icc T-20 World Cup 2021: ''দল জিতলে শুধু সাংবাদিক বৈঠকে আসলে চলবে না। দল হারলেও দেশবাসীকে জানাতে হবে, কেন হারতে হল।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: টি-২০ বিশ্বকাপ ২০২১ (Icc T-20 World Cup 2021) -এ ভারতের টানা দ্বিতীয় পরাজয় সমর্থকদের উদ্বিগ্ন করেছে। এবার কি তা হলে সত্যিই টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল টিম ইন্ডিয়া (Team India)! টিম ম্য়ানেজমেন্ট-এর একাধিক সিদ্ধান্ত নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। পরাজয়ের পর সাংবাদিক সম্মেলনেও ভারতীয় দলের তারকাদের একের পর এক প্রশ্ন সামলাতে হয়েছে। তবে নিউ জিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে হারের পর অধিনায়ক বিরাট কোহলির পরিবর্তে প্রেস কনফারেন্সে এসেছিলেন জসপ্রিত বুমরাহ। বুমরাহ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দৃঢ় ছিলেন। বুমরাহ এই মেগা ইভেন্টে দলের হতাশাজনক পারফরম্যান্সের পিছনে সম্ভাব্য কারণগুলির মধ্যে একটি হিসাবে 'বায়ো-বাবল'-এর ক্লান্তির কথা উল্লেখ করেছেন।
advertisement

ভারতীয় ক্রিকেট দলের তরফে সাংবাদিক সম্মেলনে জসপ্রিত বুমরাহ আসায় আপত্তি জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। আজহারউদ্দিন বলেছেন, “আমি মনে করি কোচের সাংবাদিক সম্মেলনে আসা উচিত ছিল। বিরাট কোহলি যদি প্রেস কনফারেন্সে যোগ দিতে না চান, তাহলে সমস্যা নেই। কিন্তু, রবি ভাইয়ের (রবি শাস্ত্রী) সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়া উচিত ছিল।" আজহারউদ্দিন মনে করেন, দলের সিনিয়র সদস্যদের মিডিয়ার মুখোমুখি হওয়া উচিত। বিশেষ করে যখন দল হাররার পর বুমরাহকে সাংবাদিক সম্মেলনে পাঠানো টিম ম্যানেজমেন্টের সঠিক সিদ্ধান্ত ছিল না।

advertisement

আরও পড়ুন- Ind vs AFG: এই ম্যাচ হারলে টি টোয়েন্টি বিশ্বকাপে টা-টা, বিরাট আনছেন একাধিক চমক

তিনি বলেছেন, “জেতার পরই শুধু প্রেস কনফারেন্সে আসা যাবে না। ম্যাচ হারেরও ব্যাখ্যা দিতে হবে। বুমরাহকে প্রেস কনফারেন্সে পাঠানো ঠিক হয়নি। হয় অধিনায়ক অথবা কোচের চাপ সামলাতে আসা উচিত ছিল বা কোচিং স্টাফের কেউ আসলেও চলত।" আজহার আরও বলেন, “একটি বা দুটি ম্যাচ হেরে গেলে লজ্জিত হওয়ার কিছু নেই। তবে অধিনায়ক বা কোচের সাংবাদিক সম্মেলনে এসে দেশবাসীকে বলতে হবে, কেন দল হেরেছে! বুমরাহর থেকে কীভাবে এই প্রশ্নের উত্তর আশা করতে পারেন কেউ?

advertisement

এর পর আজহার আরও বলেন, দল জিতলে আপনি যদি মিডিয়ার মুখোমুখি হতে পারেন, তা হলে আপনার দল যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তখনও এগিয়ে আসা উচিত।” পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটের হারের পর ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ৮ উইকেটে হেরে যায়। সেমিফাইনালের আশা ধাক্কা খেয়েছে ইতিমধ্যে। বিরাট কোহলি অ্যান্ড কোং-এর কাছে নকআউটে যাওয়ার এখনও আশা রয়েছে। ভারতের পরবর্তী ম্যাচ বুধবার আফগানিস্তানের সঙ্গে। এরপর স্কটল্যান্ড ও নামিবিয়ার বিরুদ্ধে খেলতে হবে ভারতকে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Mohammad Azharuddin On Ravi Shasri: 'রবি শাস্ত্রী সাংবাদিক বৈঠকে আসে না কেন?' বড় প্রশ্ন তুললেন আজহারুদ্দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল