২৬ রাউন্ড গণনা শেষে আজহারউদ্দিন মোট ৬২,৩৪৩টি ভোট পেয়েছেন। আজহারউদ্দিন বিআরএস প্রার্থী মাগানথি গোপীনাথের কাছে পরাজিত হয়েছেন।
গোপীনাথ আজহারউদ্দিনকে ১৫,৯৩৯টি ভোটে পরাজিত করেছেন। ২৬ তম রাউন্ড পর্যন্ত গোপীনাথ ৭৮২৮২টি ভোট পেয়েছেন। বিজেপির লঙ্কালা দীপক রেড্ডি ২৫,০৮৩টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। জুবিলি হিলসে মাত্র ২৬ রাউন্ড গণনা করা হয়েছিল।
আরও পড়ুন- শামির দুঃসময়ে খুশি হাসিন! লাগাতার টিটকিরি দিচ্ছেন! দু’জনের ঠাণ্ডা লড়াই চলছেই
advertisement
তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে মোট ১৫টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে একটি আসন ছিল জুবিলি হিলস। বিআরএস-এর গোপীনাথ ২০১৮ সালেও এই আসনে জিতেছিলেন। এটি তার টানা দ্বিতীয় জয়।
মহম্মদ আজহারউদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে জুবিলি হিলস একটি হাই প্রোফাইল আসনে পরিণত হয়। সেই আসনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল। কিন্তু তেলেঙ্গানায় কংগ্রেসের এমন বিজয় সত্ত্বেও আজহারউদ্দিন জুবিলি হিলস আসন থেকে নির্বাচনে হেরেছেন।
মহম্মদ আজহারউদ্দিন ২০০৯ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদ আসন থেকে কংগ্রেসের হয়ে নির্বাচনে নির্বাচনে লড়েছিলেন। সেই নির্বাচনে আজহারউদ্দিন জয়ী হন।
লোকসভা নির্বাচনে তিনি বিজেপির কুনওয়ার সর্বেশ কুমার সিংকে পরাজিত করেন। এর পরে ২০১৪ সালে তিনি রাজস্থানের টঙ্ক-সাওয়াই মাধোপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু সেবার তাঁকে হারের মুখে পড়তে হয়।
আরও পড়ুন- আরেকটা বিশ্বকাপ হয়ে গেল চুপচাপ! জানতেন কি? বলুন তো কে হল বিশ্বচ্যাম্পিয়ন!
আজহারউদ্দিন বিজেপির সুখবীর সিং জৌনপুরিয়ার কাছে পরাজিত হন। তেলেঙ্গানায় প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আজহারউদ্দিন। আর প্রথমবারেই হার।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F