TRENDING:

তেলেঙ্গানায় ক্লিন বোল্ড মহম্মদ আজহারুদ্দিন! রাজনীতিতে এবার তাঁর হাত খালি

Last Updated:

Mohammad Azharuddin: তেলেঙ্গানায় হারের মুখে পড়লেন মহম্মদ আজহারুদ্দিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: তেলেঙ্গানায় কংগ্রেসের ঝড়ও জেতাতে পারেনি প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা মহম্মদ আজহারুদ্দিনকে। তেলেঙ্গানার জুবিলি হিলস আসন থেকে নির্বাচনে হেরেছেন কংগ্রেসের মহম্মদ আজহারউদ্দিন।
advertisement

২৬ রাউন্ড গণনা শেষে আজহারউদ্দিন মোট ৬২,৩৪৩টি ভোট পেয়েছেন। আজহারউদ্দিন বিআরএস প্রার্থী মাগানথি গোপীনাথের কাছে পরাজিত হয়েছেন।

গোপীনাথ আজহারউদ্দিনকে ১৫,৯৩৯টি ভোটে পরাজিত করেছেন। ২৬ তম রাউন্ড পর্যন্ত গোপীনাথ ৭৮২৮২টি ভোট পেয়েছেন। বিজেপির লঙ্কালা দীপক রেড্ডি ২৫,০৮৩টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। জুবিলি হিলসে মাত্র ২৬ রাউন্ড গণনা করা হয়েছিল।

আরও পড়ুন- শামির দুঃসময়ে খুশি হাসিন! লাগাতার টিটকিরি দিচ্ছেন! দু’জনের ঠাণ্ডা লড়াই চলছেই

advertisement

তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে মোট ১৫টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে একটি আসন ছিল জুবিলি হিলস। বিআরএস-এর গোপীনাথ ২০১৮ সালেও এই আসনে জিতেছিলেন। এটি তার টানা দ্বিতীয় জয়।

মহম্মদ আজহারউদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে জুবিলি হিলস একটি হাই প্রোফাইল আসনে পরিণত হয়। সেই আসনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার কথা ছিল। কিন্তু তেলেঙ্গানায় কংগ্রেসের এমন বিজয় সত্ত্বেও আজহারউদ্দিন জুবিলি হিলস আসন থেকে নির্বাচনে হেরেছেন।

advertisement

মহম্মদ আজহারউদ্দিন ২০০৯ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদ আসন থেকে কংগ্রেসের হয়ে নির্বাচনে নির্বাচনে লড়েছিলেন। সেই নির্বাচনে আজহারউদ্দিন জয়ী হন।

লোকসভা নির্বাচনে তিনি বিজেপির কুনওয়ার সর্বেশ কুমার সিংকে পরাজিত করেন। এর পরে ২০১৪ সালে তিনি রাজস্থানের টঙ্ক-সাওয়াই মাধোপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু সেবার তাঁকে হারের মুখে পড়তে হয়।

আরও পড়ুন- আরেকটা বিশ্বকাপ হয়ে গেল চুপচাপ! জানতেন কি? বলুন তো কে হল বিশ্বচ্যাম্পিয়ন!

advertisement

আজহারউদ্দিন বিজেপির সুখবীর সিং জৌনপুরিয়ার কাছে পরাজিত হন। তেলেঙ্গানায় প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন আজহারউদ্দিন। আর প্রথমবারেই হার।

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/খেলা/
তেলেঙ্গানায় ক্লিন বোল্ড মহম্মদ আজহারুদ্দিন! রাজনীতিতে এবার তাঁর হাত খালি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল