ফাইনাল সহ গোটা প্রতিযোগিতায় বাবর আজমের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মহম্মদ আমির। বাবর আজমকে কার্যত ভীতু অধিনায়কের তকমা দিয়েছেন প্রাক্তন বাঁ হাতি পেসার। বিশেষ করে গোটা প্রতিযোগিতায় মহম্মদ নওয়াজকে ঠিক করে বাবর ব্যবহার না করায় তোপ দেগেছেন আমির। ভারতের বিরুদ্ধে শেষ ওভারে নওয়াজ ম্যাচ জেতাতে না পারলেও ড্রেসিং রুমে তার উপর আস্থা দেখিয়েছিলেন বাবর। সেই ভিডিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। কিন্তু আমিরের অভিযোগ, মুখে বললেও কাজে নওয়াজের উপর সাহস করে ভরাসা দেখাননি বাবর।
advertisement
ফাইনালে যেখানে শাদাব খানের খেলতে সমস্যায় পড়ছিল ইংল্যান্ড ব্যাটাররা, সেখানে দলে নওয়াজের মত স্পিনার থাকা সত্ত্বেও কেন বল দিলেন না বাবর তা নিয়ে প্রশ্ন তুলেছেন আমির। এক সাক্ষাৎকারে আমির বলেন, 'হ্যারি ব্রুক শাদাবকে খেলতে পারছিল না। সেখানে নওয়াজের হাতেও দারুণ সব অস্ত্র রয়েছে। ওকে বল করালে উইকেট পেতেও পারত। ক্যাপ্টেনকে সাহসী হতে হয়। পরিস্থিতিকে যথাযথ উপলব্ধি করতে হয়। তুমি সাহসী সিদ্ধান্ত নিতে পারনি। ম্যাচ হারলে এই বিষয়গুলি বেশি করে চোখে পড়ে।'
আরও পড়ুনঃ তিনবার সেরার সেরা, টি-২০ বিশ্বকাপে ভারতের 'বিরাট' প্রাপ্তি, ফের প্রমাণিত 'কিং কোহলি'
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ ২০২২ ফাইনালে মেলবোর্নে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন জস বাটলার। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৭ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ ও ৩২ রান করেন বাবর আজম। ৩ উইকেট নেন স্যাম কুরান। রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ইংল্যান্ড। ৫২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন বেন স্টোকস।