TRENDING:

মোদি-সৌরভ বৈঠক ! করোনা মোকাবিলায় ভিডিও কনফারেন্স! থাকবেন সচিন ও বিরাট!

Last Updated:

সৌরভ মানেই তো হার না-মানা মানসিকতা। সৌরভ মানেই তো সিংহ-হৃদয় যোদ্ধা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : সময়টা ২০০০ সাল। ম্যাচ ফিক্সিংয়ের কাদা গায়ে মেখে কলঙ্কিত টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেটকে কলঙ্কের নাগপাশ থেকে টেনে তুলে বিশ্ব ক্রিকেটে সেরার আসনে যিনি বসেছিলেন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটের দুঃসময়ে মাথায় তুলে নিয়েছিলেন কাঁটার মুকুট। সৌরভের অধিনায়কত্বে ফের ঝলমলে হয়ে উঠেছিল টিম ইন্ডিয়া। করোনার ধাক্কায় টলমল দেশকে উদ্ধার করতেও সক্রিয় ভূমিকায় এবার আসরে সেই মহারাজ। বুধবার বেলুড়মঠে উপস্থিত থেকে ২০০০ কেজি চাল তুলে দিয়েছিলেন। শনিবার ইসকনের মন্দিরে ফের ত্রাণ হাতে নামবেন কামব্যাক কিং। কিন্তু এরই মাঝে আরও একটা বড় পদক্ষেপের সামনে প্রিন্স অফ ক্যালকাটা।দেশের করোনা বিপর্যয় নিয়ে আলোচনা করতে শুক্রবার সকাল এগারোটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় বসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement

বিরাট ও সচিন

সৌরভ মানেই তো হার না-মানা মানসিকতা। সৌরভ মানেই তো সিংহ-হৃদয় যোদ্ধা। দেশের এই চরম বিপর্যয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তাই মহারাজ। মারণ ভাইরাস করোনা বিপর্যয় থেকে বেরিয়ে আসতে ও জনসচেতনতা তৈরি করতে সৌরভের মতো আইকনদের কাজে লাগাতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের এই ক্রান্তিকালে আইকনদের পরামর্শ চান প্রধানমন্ত্রী। আর সেই প্রস্তাব নিয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দফতর থেকে ফোন আসে বেহালার মা মঙ্গলচন্ডী ভবনে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে তৎক্ষণাৎ রাজি হয়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠিক হয়, শুক্রবার সকাল এগারোটায় ভিডিও কনফারেন্সে করোনা সমস্যা মোকাবিলায় কথা হবে নরেন্দ্র মোদি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মহারাজের কন-কলে অংশ নেবেন শচীন তেন্ডুলকর ও বিরাট কোহলি। জনসচেতনতা বাড়াতে শচীন-সৌরভ-বিরাটদের মত আইকনদের সামনের সারিতে আসার আবেদন জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌরভ নিজেও দেশের বিপর্যয়ের সময় এগিয়ে এসে কাজ করতে চান। শুক্রবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে সৌরভ, সচিন ও বিরাটের কনফারেন্স কলে চূড়ান্ত হবে তার রূপরেখা। মারণ ভাইরাস করোনার মোকাবিলায় নিজেদের পরিকল্পনাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেয়ার করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর ও বিরাট কোহলি। চ্যাম্পিয়ন তো এমনই হন!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সততার নজির! ট্রেনের মধ্যে কুড়িয়ে পাওয়া ব্যাগে সাত লক্ষ টাকা পেয়েও ফিরিয়ে দিলেন মহিলা
আরও দেখুন

PARADIP GHOSH

বাংলা খবর/ খবর/খেলা/
মোদি-সৌরভ বৈঠক ! করোনা মোকাবিলায় ভিডিও কনফারেন্স! থাকবেন সচিন ও বিরাট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল