আরও পড়ুন - Sunil Chhetri : ফুটবল জীবনের ১৭ বছর পূর্ণ আজ! সুপারম্যান সুনীল ছেত্রী আজও টানছেন ভারতকে
শুধু ভারতের হয়ে না, বিশ্ব ক্রিকেটে তার মত অবদান আর কোনো মহিলা ক্রিকেটার রাখতে পারেননি। দীর্ঘ দুই দশক ধরে তিনি দাপিয়ে বেড়িয়েছেন ক্রিকেট মহলে, দেশের অধিনায়ক হয়ে সাফল্যের শিখরে বিচরণ করেছেন। তিনি পঞ্চাশ ওভারের ফরম্যাটে মহিলা ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক।
advertisement
ওয়ানডে ম্যাচে তার ৭১ খানা অর্ধশত রানের ধারে কাছেও কেউ আসতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ ম্যাচ খেলেছেন তিনি, অবসর নেওয়ার আগে সমস্ত ফরম্যাট মিলিয়ে ১০ হাজারেরও বেশি রান সংগ্রহ করেছেন। তিনি ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিসিসিআইয়ের হয়ে পরিচালনায় আসতে চান তিনি।
সেখানে নিজের মূল্যবান অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মহিলা ক্রিকেটের উন্নতি করবেন। তিনি বললেন, একজন মহিলা হয়ে মেয়েদের ক্রিকেটের ভালোটা সবথেকে ভাল বুঝতে পারবো। তিনি বিখ্যাত মহিলা ক্রিকেটার বেলিন্ডা ক্লার্ক এবং ক্লেয়ার কনারের উদাহরণ দিলেন।
যেভাবে বেলিন্ডা ক্লার্ক তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটের উন্নতি করেছে অথবা ক্লেয়ার কনার যেটা ইউরোপীয় ক্রিকেটের জন্য করেছেন… আমি নিশ্চিত যদি মেয়েদের সুযোগ দেওয়া হয় তারা খুব সুন্দর ভাবে মহিলা ক্রিকেটকে সাজিয়ে তুলবেন।
মিতালি রাজ সবসময় মহিলা আইপিএলের পক্ষে আওয়াজ তুলে এসেছেন। অবসর নেওয়ার পরও তিনি সুষ্টুভাবে মহিলা আইপিএল আয়োজন করার জন্য পরিশ্রম করবেন বলে জানালেন। বিসিআই ২০২৩ এ ছয়টি দল নিয়ে মহিলা আইপিএল আয়োজন করার পরিকল্পনা করছিল বলে জানিয়েছিল। তবে আপাতত একটা মাস মনের আনন্দে ছুটি কাটাতে চান ভারতীয় মহিলা ক্রিকেটে রাজ করা মিতালি।