TRENDING:

Covid: ফের ক্রিকেটে কোভিডের হানা, আক্রান্ত তারকা ক্রিকেটার

Last Updated:

Mitchell Santner Covid Positive: ফের ক্রিকেটে কোভিডের থাবা। দীর্ঘ দিন পর ফের তারকা ক্রিকেটারের কোঙিড আক্রান্ত হওয়ার খবর সামনে এল। কোভিড পজেটিভ হলেন নিউডিল্যান্ডের স্পিনার অলরাউন্ডার মিচেল স্যান্টনার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফের ক্রিকেটে কোভিডের হানা। দীর্ঘ দিন পর ফের তারকা ক্রিকেটারের কোভিড আক্রান্ত হওয়ার খবর সামনে এল। কোভিড পজেটিভ হলেন নিউডিল্যান্ডের স্পিনার অলরাউন্ডার মিচেল স্যান্টনার। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের আগেই স্যান্টনারের কোভিড আক্রান্ত হওয়ার খবর জানা যায়।
JN.1 করোনা সংক্রমণ নিয়ে আরও আতঙ্ক বাড়ছে৷  কারণ, ক্রমে সংক্রমণ বাড়ছে এই করোনার প্রজাতির৷ আর তাতেই চিন্তা বাড়ছে প্রশাসনের৷ নতুন প্রজাতির করোনার সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে কর্ণাটকে৷ (প্রতীকী ছবি)
JN.1 করোনা সংক্রমণ নিয়ে আরও আতঙ্ক বাড়ছে৷ কারণ, ক্রমে সংক্রমণ বাড়ছে এই করোনার প্রজাতির৷ আর তাতেই চিন্তা বাড়ছে প্রশাসনের৷ নতুন প্রজাতির করোনার সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে কর্ণাটকে৷ (প্রতীকী ছবি)
advertisement

ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে নিউজিল্যান্ড। অকল্যান্ডে প্রথম ম্যাচের আগের দিন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় কোভিড আক্রান্ত হয়েছেন মিচেল স্যান্টনার। সেই কারণে প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন না। আপাতত তাঁকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ Rinku Singh: এত টাকা কী করলেন রিঙ্কু সিং? কেন তাঁর পরিবার এখনও ভাঙা পুরনো বাড়িতেই থাকে? জানুন বিস্তারিত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়া কিউই ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, দলের চিকিৎসকরা নজরে রেখেছে স্যান্টনারকে। কিউই তারকার শারীরিক অবস্থাও স্থিতিশাল রয়েছে। হ্যামিল্টনে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান দ্বিতীয় টি-২০ ম্যাচ। সেখানে দলের সঙ্গে নয়, একা যাবেন মিচেল স্যান্টনার। তবে ফের ক্রিকেটে কোভিডের হানায় আতঙ্ক বাড়ছে তা বলাই যায়।

বাংলা খবর/ খবর/খেলা/
Covid: ফের ক্রিকেটে কোভিডের হানা, আক্রান্ত তারকা ক্রিকেটার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল