শুমাখারের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাপারে সেভাবে কিছুই জানা যায়নি। এরই মধ্যে হঠাৎ করে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ায় বিভ্রান্তি আরও বেড়ে যায়।
মাইকেল শুমাখার উইসকনসিনের একজন জনপ্রিয় লেখক ছিলেন। ২৯ ডিসেম্বর ৭৫ বছর বয়সে প্রয়াত হন তিনি। তাঁর কন্যা এমিলি জয় শুমাখার এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
শুমাচারের লেখা প্রশংসিত জীবনীগুলোর মধ্যে রয়েছে Francis Ford Coppola: A Filmmaker’s Life, Crossroads: The Life and Music of Eric Clapton, Dharma Lion (কবি অ্যালেন গিনসবের্গের জীবনী), Mr Basketball (NBA কিংবদন্তি জর্জ মিকানের জীবনী), এবং Will Eisner: A Dreamer’s Life in Comics।
advertisement
তাঁর মৃত্যুর খবর অনলাইনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। কারণ তাঁর নাম সাতবারের ফর্মুলা ওয়ান বিশ্ব চ্যাম্পিয়ন মাইকেল শুমাখারের সঙ্গে একই। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলবশত রেসিং লেজেন্ডের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। একজন ইন্টারনেট ব্যবহারকারী অবাক হয়ে লিখেছেন, “আজ আমি জানতে পারলাম যে বিশ্বের দু’জন মানুষের নাম মাইকেল শুমাখার।”
এই বিভ্রান্তি দেখায় কীভাবে কোনো জনপ্রিয় ব্যক্তির একই নাম থাকা বিপদ ঘটাতে পারে। মানুষ কত দ্রুত পুরো তথ্য যাচাই না করে খবর নিয়ে পোস্ট করতে শুরু করেন। উল্লেখ্য, ফর্মুলা ওয়ানের কিংবদন্তি মাইকেল শুমাখার ২০১৩ সালের দুঃখজনক স্কি দুর্ঘটনার পর থেকেই জনসমক্ষে থেকে দূরে জীবনযাপন করছেন।
