TRENDING:

কোপার কোয়ার্টারে মেক্সিকো

Last Updated:

প্রত্যাশামতোই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠল মেক্সিকো। জামাইকাকে শুক্রবার ২-০ গোলে হারাল তারা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেক্সিকো: ২ ( হার্নান্দেজ- ১৮', পেরাল্টা- ৮১')
advertisement

জামাইকা: ০

#ক্যালিফোর্নিয়া: প্রত্যাশামতোই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠল মেক্সিকো। জামাইকাকে ২-০ গোলে হারিয়ে শেষ আটের রাস্তা পাকা করল মধ্য আমেরিকার এই দেশ। গোলদাতা জেভিয়ার হার্নান্দেজ ও পেরাল্টা। জেসাস করোনার বাড়ানো বল বিপক্ষের বক্সের সেন্টারে পেয়ে যান হার্নান্দেজ ৷ সেখান থেকে জালে বল ঢোকাতে অবশ্য কোনও সমসা হয়নি বেয়ার লেভারকুসনের ফর্মে থাকা স্ট্রাইকারের ৷ ৮৩ ম্যাচে এই নিয়ে ৪৩ গোল করা হয়ে গেল হার্নান্দেজের ৷

advertisement

উরুগুয়েকে বড় ব্যবধানে হারানোর পর শতবর্ষের কোপায় মেক্সিকোর শেষ আটে জায়গা পাকা করা ছিল শুধু সময়ের অপেক্ষা। সেই কাজটা এদিন ভালোমতোই করতে সফল চিচারিতোরা ৷ শুক্রবার ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে তাই শুরু থেকেই উঠেছিল মেক্সিকান ওয়েভ। সেই ‘সবুজ ঝড়ে’ একেবারে কুপোকাৎ ক্যারিবিয়ানরা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ম্যাচ শুরুর ১৮ মিনিটের মধ্যেই জেভিয়ার হার্নান্দেজের গোলে এগিয়ে যায় মেক্সিকো। এরপর একাধিক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন মেক্সিকানরা। উল্টোদিকে এই কোপায় বড়ই হতশ্রী পারফরম্যান্স উসেইন বোল্টের দেশের। যার সুযোগ নিয়ে ৮১ মিনিটে মেক্সিকোর দ্বিতীয় গোল। পেরাল্টার গোলেই সিল হল মেক্সিকোর কোয়ার্টার ফাইনালের টিকিট। প্রতিপক্ষ কে, তা জানতে এখন শুধু সময়ের অপেক্ষা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
কোপার কোয়ার্টারে মেক্সিকো