ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগ ২০২৪-২৫-এ অনূর্ধ্ব ১৩ এবং অনূর্ধ্ব ১৫ বিভাগে খেলছে এই দল। মার্লিন রাইজ-এর ফুটবল মাঠেই অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি ম্যাচ। বাংলার ক্রীড়া প্রতিভা তুলে ধরতে চায় মার্লিন গ্রুপ। আজ, মঙ্গলবার অনূর্ধ্ব ১৩ বিভাগের ম্যাচে অ্যাডমাস ইউনিভার্সিটি এসএ-র বিরুদ্ধে মাঠে নামে মার্লিন ক্লাব প্যাভিলিয়ন। এবং ২-১ গোলে জয়ী হয় তারা।
advertisement
আরও পড়ুন- ১৮ হাজার টাকা ছিল মাসে স্যালারি, রাতে এল বন্ধুর ফোন, অ্যাকাউন্টে ৪ কোটি!
এই প্রসঙ্গে মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সাকেত মোহতা বলেন, ‘‘স্টেট ফুটবল লিগের কিছু ম্যাচ আমাদের নিজস্ব ফুটবল গ্রাউন্ডে আয়োজন করতে পারা বড় ব্যাপার। রোনাল্ডিনহো – আর টেন (R10) ফুটবল অ্যাকাডেমির ছাত্ররা মার্লিন প্যাভিলিয়ন ক্লাবের দলের হয়ে খেলছে। এই লিগে খেলার মাধ্যমে তাদের অভিজ্ঞতা বাড়বে। আমরা আশা করি আমাদের ছাত্ররা ভবিষ্যতে আইএফএ -IFA-র অন্যান্য লিগ ও চ্যাম্পিয়নশিপে এবং জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে। এখানে প্রতিভার অভাব নেই। আমাদের যুবরাজ সিং সেন্টার ফর এক্সেলেন্সের ক্রিকেট দলও সম্প্রতি সিএবি – CAB ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে।’’