এই তালিকায় কয়েকজন তারকা ক্রিকেটারও রয়েছেন। সবার প্রথমে যাঁর নাম বলতে হয় তিনি শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ২০ বছর বয়সে তাঁর মামার মেয়ে নাদিয়াকে বিয়ে করেন। প্রায় ১৯ বছর ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা।
আরও পড়ুন- এক সেকেন্ডে অঘটন! কথা বলতে বলতে দুম করে অজ্ঞান ফুটবলার, ভয়ঙ্কর দুর্ঘটনা
advertisement
২২ অক্টোবর ২০০০ সালে নাদিয়াকে বিয়ে করেন শাহিদ আফ্রিদি। শাহিদ আফ্রিদির মামার মেয়ে নাদিয়া। শাহিদ এবং নাদিয়ার পাঁচ মেয়ে। আকসা, আনশা, আজওয়া, আসমারা এবং আরভা।
এর পর যাঁর নাম বলতে হয় তিনি বাংলাদেশের পেসার। বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান নিজের তুতো বোন সামিয়া পারভিন শিমুকে বিয়ে করেন। সামিয়া সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন। ২০১৯ সালের মার্চ মাসে তাঁদের বিয়ে হয়েছিল।
বাংলাদেশের আরেক ক্রিকেটার মোসাদ্দেক হোসেন ২০১২ সালে তাঁর কাকার মেয়ে শারমিন সামিরাকে বিয়ে করেন। মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে এর পর পণের দাবিতে স্ত্রীর উপর অত্যাচারের অভিযোগ উঠেছিল। সেই মামলার কারণে মোসাদ্দেক বাংলাদেশ দলে জায়গাও হারান।
পাকিস্তানের প্রাক্তন ওপেনার সঈদ আনোয়ারকে কে না চেনেন! ১৯৯৬ সালে পাকিস্তানি ক্রিকেটার সাঈদ আনোয়ার তাঁর তুতো বোন লুবনাকে বিয়ে করেন। লুবনা পেশায় একজন চিকিৎসক।
ওই বছরই সঈদ আনোয়ার টেস্ট ক্রিকেট মাঠে নিজের সেরা পারফর্ম করেন। ২০০১ সালে হঠাত্ করেই তাঁদের মেয়ের অকাল মৃত্যু ঘটে। ভেঙে পড়েন আনোয়ার। ২০০৩ বিশ্বকাপের পর আচমকা অবসর নেন তিনি।