রিচার্ডসের সেঞ্চুরির ২৮ বছর পর ২০১৪-তে আবু ধাবিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যারিবিয়ান কিংবদন্তীর রেকর্ড স্পর্শ করেন পাক অধিনায়ক মিসবা উল হক ৷ এদিন রিচার্ডস ও মিসবার রেকর্ড ভেঙে নজির গড়লেন ম্যাকালাম৷ এ ক্ষেত্রে অবশ্য ভাগ্যের সঙ্গ পেয়েছেন কিউই অধিনায়ক৷ কারণ ব্যক্তিগত ৩৯ রানে গালিতে মিচেল মার্শের হাতে একবার ক্যাচ দিয়েও বেঁচে যান ম্যাকালাম ৷ জেমস প্যাটিনসন নো-বল করায় জীবনদান পান ম্যাকালাম৷ এরপর অবশ্য আর ফিরে তাকাতে হয়নি তাঁকে ৷ ৫৪ বলে ছ’টি ওভার বাউন্ডারি ও ১৬টি বাউন্ডারির সাহায্যে তাঁর টেস্ট কেরিয়ারের দ্বাদশ সেঞ্চুরি পূর্ণ করেন কিউই ব্যাটসম্যান৷ দ্রুততম সেঞ্চুরি ছাড়াও আর একটি রেকর্ডও এদিন গড়েন ম্যাকালাম ৷ টেস্ট ক্রিকেটে সর্বাধিক (১০৬টি) ছয় মারার রেকর্ডও এখন তাঁর দখলে ৷ এদিন অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড ভেঙে দেন কিউই অধিনায়ক৷
advertisement
শেষ পর্যন্ত প্যাটিনসনেরই শিকার হন ম্যাকালাম৷ ৭৯ বলে ২১টি বাউন্ডারি ও ছ’টি ওভার বাউন্ডারি-সহ ১৪৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন ৩৪ বছরের এই কিউই ব্যাটসম্যান৷ এই টেস্টের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাবেন ম্যাকালাম৷ তার আগে হেগলি ওভালে ‘ম্যাকালাম শো’ দেখে নিলেন দর্শকরা ৷ প্যাভিলিয়নে ফেরার সময় ম্যাকালামকে ‘গার্ড অফ অনার’ দেন অজি ক্রিকেটাররা৷ ম্যাকালামের দুরন্ত সেঞ্চুরি ও কোরি অ্যান্ডারসন (৭২) ও বিজে ওয়াটলিংয়ের (৫৮) হাফ-সেঞ্চুরির সৌজন্যে প্রথম ইনিংসে ৩৭০ রান তোলে নিউজিল্যান্ড৷