TRENDING:

MB vs EB: ‘কিতনে আদমি থে, দশ সর্দার, ফির ভি ওয়াপস আ গ্যায়ে’ তুমুল তোলপাড় করছে সৃজিতের পোস্ট

Last Updated:

MB vs EB: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ তো জাস্ট একটা ম্যাচ নয়, এটা একটা আবেগের বিস্ফোরণ তাই বিপক্ষকে খোঁচা না দিলে পুরো আনন্দটা  যেন পাওয়া যায় না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ম্যাচের বয়স তখন ৬২ মিনিট ৷ হঠাৎ করেই নীরবতা নেমে এল মোহনবাগান গ্যালারিতে৷ আর ইস্টবেঙ্গল গ্যালারিতে বাঁধন ছাড়া উচ্ছ্বাস৷ কারণ অনিরুদ্ধ থাপা ডবল ইয়েলো কার্ড দেখলেন আর সঙ্গে সঙ্গে মেগা ভোল্টেজ ম্যাচে দশজন হয়ে গেল মোহনবাগান৷ লাল-হলুদ ক্যাম্পের এমনই একটা ভাবনা ম্যাচ জেতা শুধু সময়ের অপেক্ষা৷  কিন্তু কাহানির ট্যুইস্ট তখনও বাকি ছিল৷
 ফিল্ম ডিরেক্টর সৃজিত মুখোপাধ্যায়ের ট্যুইট অবশ্য জাস্ট মাত করে দিয়েছে
ফিল্ম ডিরেক্টর সৃজিত মুখোপাধ্যায়ের ট্যুইট অবশ্য জাস্ট মাত করে দিয়েছে
advertisement

ম্যাচের বয়স ম্যাচের ৭১ মিনিটে দুরন্ত গোল করে এগিয়ে যায় ১০ জন হয়ে যাওয়া মোহনবাগান৷ গোল করেন ঝোড়ো কাউন্টার আক্রমণে উঠে এসে  পেত্রাতোস ইস্টবেঙ্গল রক্ষণকে বিট করে দেন৷ বাঁ দিকে কেটে বক্সের বাইরে থেকে গোল মেরে মোহনবাগানকে ১-০ করে দেন৷ ইস্টবেঙ্গল গোলরক্ষকের কাছে এই দুরন্ত দুরপাল্লার শটের কোনও জবাব ছিল না৷

advertisement

তখনও ম্যাচের নির্ধারিত সময়েই আরও প্রায় ২০ মিনিট খেলা বাকি৷ ১০ জন বনাম ১১ জনের ম্যাচ কতটা চাপের হয় ফুটবলপ্রেমী মানুষ মাত্রেই জানেন৷ আর লিডও যেখানে মাত্র এক গোলের৷ কিন্তু এরপরেই গোলমুখ খোলার ম্যাজিক চাবিকাঠি পায়নি ইস্টবেঙ্গল৷ ফলে ১-০ স্কোরলাইনে ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান৷

এরপরেই আর বাগান সাপোর্টারদের পায় কে? তারকা ফিল্ম ডিরেক্টর সৃজিত মুখোপাধ্যায়ের ট্যুইট অবশ্য জাস্ট মাত করে দিয়েছে৷  ম্যাচের শেষে ফিল্মি কায়দাতেই নিজের ট্যুইট করেছেন সৃজিত৷

advertisement

তাঁর ট্যুইটে তিনি লেখেন , ‘কিতনে আদমি থে, দশ সর্দার, ফির ভি ওয়াপস আ গ্যায়ে’- শোলের বিখ্যাত ডায়লগ যা যুগের পর যুগ গব্বরের মুখে শুনেছে মানুষ ৷

advertisement

আরও পড়ুন –  MB vs EB: ইস্টবেঙ্গল বধ করে ডুরান্ড জয় মোহনবাগানের, সবুজ-মেরুণের চোখ ধাঁধানো, মন ভোলানো ফটো

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ তো জাস্ট একটা ম্যাচ নয়, এটা একটা আবেগের বিস্ফোরণ তাই বিপক্ষকে খোঁচা না দিলে পুরো আনন্দটা  যেন পাওয়া যায় না৷

এদিনের সৃজিতের ট্যুইট সেই কাজটাই করে গেছে৷ এর পাশাপাশি পেত্রাতোসের গোলের প্রশংসাতেও একের পর এক ট্যুইট হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আপাতত দিন কয়েক আগের শনিবাসরীয় হারের মধুর বদলা মোহনবাগান রবিবাসরীয় জয় দিয়ে করে নিয়েছে৷ তাই সবুজ মেরুণ ফ্যানরাও নিজেদের আবেগ উজাড় করে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়৷

বাংলা খবর/ খবর/খেলা/
MB vs EB: ‘কিতনে আদমি থে, দশ সর্দার, ফির ভি ওয়াপস আ গ্যায়ে’ তুমুল তোলপাড় করছে সৃজিতের পোস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল