মাঝআকাশে জল ভেবে অ্যাসিড গলায় ঢেলে ফেলেন মায়াঙ্ক। আর তার পরই ভয়ঙ্কর জ্বালা শুরু হয় তাঁর গলায়। মায়াঙ্ক এখন বিপন্মুুক্ত। এই ঘটনার তদন্তের দাবিতে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। কী করে ফ্লাইটের সিট পকেটে অ্যাসিডের বোতল এল, তা তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন- EB vs MB: শনিতে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি,কোথায় মিলবে টিকিট?দাম কত?রইল সব তথ্য
advertisement
কর্নাটক দলের ম্যানেজার রমেশ জানিয়েছেন, ফ্লাইট টেক অফ করার আগে সিটের পাশে রাখা বোতল থেকে জলের বদলে অ্যাসিড গলায় ঢালেন মায়াঙ্ক। এক সেকেন্ডে বুঝে যান, তিনি জলের বদলে অন্য কিছু পান করেছেন। সঙ্গে সঙ্গে ওয়াশরুমে যান তিনি। তার পর ব্যাপারটা জানান বিমানসেবিকাদের।
এরপর ভয়ঙ্কর জ্বালা শুরু হয় তাঁর গলায়। বিমানসেবিকারা ঘোষণা করে জানতে চান, বিমানে কোনও ডাক্তার আছেন কি না! তবে সেই বিমানে কোনও ডাক্তার ছিলেন না। এর পর পাইলটকে ব্যাপারটা জানানো হয়।
আরও পড়ুন- সানিয়াকে তালাক, তিন নম্বর বিয়ে! এই প্রথম মুখ খুললেন শোয়েব মালিক, দিলেন ‘জবাব’
বিমানবন্দরের চিকিৎসকরা জানান, মায়াঙ্কের যা পরিস্থিতি তাতে তাঁকে স্রেফ প্রাথমিক চিকিৎসা করলে লাভ হবে না। এর পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মায়াঙ্ক আপাতত আগের থেকে অনেকটা ভাল আছেন। তবে তিনি আপাতত কয়েকদিন কথা বলতে পারবেন না।