অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেনের কন্যা গ্রেস প্রকাশ্যেই বলেছেন, তাঁর মনে পন্থের জন্য স্পেশাল জায়গা রয়েছে। গ্রেস যে পন্থের ফ্যান, সে কথা তিনি আগেও একবার বলেছিলেন। দিল্লি প্রিমিয়ার লিগে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন গ্রেস। সেখানেই তিনি পন্থের প্রতি তাঁর ভাল লাগার কথা জানান।
পন্থ যেভাবে চোট সারিয়ে ফিরেছে ক্রিকেটে, তাতেই গ্রেস অবাক। হেডেনের মেয়ে বলেছেন, ”আমার হৃদয়ে ঋষভ পন্থের জন্য স্পেশাল জায়গা রয়েছে। চোট সারিয়ে ও যেভাবে ফিরে এসেছে, যে লড়াকু মানসিকতা দেখিয়েছে এবং যে পর্যায়ে এখন ও ক্রিকেট খেলছে তা দেখার মতো। পন্থ শক্তিশালী একজন মানুষ। ওকে স্যালুট।”
advertisement
আরও পড়ুন- সৌরভ কি আবার প্রশাসক হচ্ছেন? জানা গেল বড় আপডেট, চিন্তা বাড়ল মহারাজের
ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও পন্থের সাহসিকতার পরিচয় পাওয়া যায়। ক্রিস ওকসের ডেলিভারি পায়ের পাতায় লাগে। এর পর তাঁর পায়ের পাতায় চিড় ধরে। ভাঙা পা নিয়েই ব্যাট করতে নামেন তিনি। সেই ঘটনার কথাও এদিন উল্লেখ করেন গ্রেস। তিনি এই গোটা ব্যাপারটিকে অবিশ্বাস্য বলে ব্যাখ্যা করেছিলেন।
এশিয়া কাপের দল নির্বাচন হতে পারে ১৯ কিংবা ২০ অগাস্ট। শোনা যাচ্ছে ঋষভ পন্থকে এবার এশিয়া কাপের জন্য নির্বাচকরা ভাবছেন না। কারণ তাঁর চোট ও ফিটনেস সমস্যা। অন্তত ছয় সপ্তাহ বিশ্রাম নিতে হবে ঋষভকে। তার মধ্যে চলবে রিহ্যাব। পন্থ এর মধ্যে সেরে উঠতে পারবেন বলে মনে করছেন না নির্বাচকরা।
উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। দুবাইয়ে ১৪ সেপ্টেম্বর ভারত–পাক ম্যাচ। সুপার ফোরে ফের দুই দল মুখোমুখি হতে পারে বলে খবর। আর ফাইনালে দু’দল উঠলে ভারত-পাক ম্যাচ হবে তিন বার।