TRENDING:

বাংলাদেশ ক্রিকেটে বিরাট ঘটনা, ১২ বছর পর এমন পরিণতি হাসিনার 'প্রিয় পাত্র'র!

Last Updated:

BCB: বাংলাদেশের ক্রিকেটে অবশেষে পাপন যুগের অবসান। এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালে সভাপতি হিসেবে মনোনয়ন পান তিনি। ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বাংলাদেশের ক্রিকেটে অবশেষে পাপন যুগের অবসান। এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালে সভাপতি হিসেবে মনোনয়ন পান তিনি। ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি।
advertisement

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা যখন মাঠে নামার অপেক্ষায়, ঠিক সেই সময় পদ থেকে সরে দাঁড়ালেন পাপন। বিসিবির জরুরী বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই এল পাপনের পদত্যাগের খবর।

আরও পড়ুন- বিশ্ব ক্রিকেটের সেরা ১১ জন! গম্ভীর বাছলেন সেই দল, যাঁদের দলে নিলেন, কেউ নেয় না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বাংলাদেশে আওয়ামী লিগ সরকারের পতন হয়। আওয়ামী লিগ সরকারের সদস্য ও মন্ত্রী হওয়ার কারণে তখন থেকেই আত্মগোপনে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। কয়েক দিন ধরেই অবশ্য ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল, বিসিবির সভাপতি পদ ছাড়তে চলেছেন তিনি। অবশেষে সে গুঞ্জনই সত্যি হল। তাঁর সঙ্গে বেশ কয়েকজন ক্রিকেট পরিচালকও পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে।

advertisement

আরও পড়ুন- নতুন ইতিহাসের দরজায় দাঁড়িয়ে জয় শাহ,বার্কলে জানালেন আর দাঁড়াবেন না ICC-র পদে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা যাচ্ছে, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ফারুক আহমেদই বিসিবি-র পরবর্তী সভাপতি বলে জানা যাচ্ছে। নাজমুল হাসান পাপন বর্তমানে কোথায় রয়েছেন তা কারও জানা নেই। তবে অনেকে বলছেন, তিনি আপাতত লন্ডনে রয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের জেরে তাঁকে সভাপতি পদ থেকে সরানো হলে আইসিসির নিষেধাজ্ঞার ভয় ছিল। তবে পাপন নিজে পদত্যাগ করায় সেই আশঙ্কা আপাতত দূর হল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বাংলাদেশ ক্রিকেটে বিরাট ঘটনা, ১২ বছর পর এমন পরিণতি হাসিনার 'প্রিয় পাত্র'র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল