ফাইনালে ভারতের বিরুদ্ধে ডেট ফিক্স হয়েছে সেই দিনের জন্যেই এখন ফোকাসড বাংলাদেশি এই তারকা ৷ আবুধাবি স্টেডিয়ামে জয়ের নায়ক বলেছেন, ‘‘সত্যি কথা বলতে হলে জয়ের পর আর কিছু আঘাত করেছে না ৷ তিনি আরও বলেছেন, ‘‘ আমি জানি না আপনারা কতটা জানেন এই বিষয়টি নিয়ে ৷ আমার কাছে দল সবসময়ে প্রথমে ৷ আমি শতরান করতাম দল ২৬০ করত কিন্তু আমরা হেরে যেতাম তাহলে কখনই ভালো লাগত না৷ এটা মুখের কথা নয়, একেবারে হৃদয় থেকে কথাগুলি বলছি ৷ ’’
advertisement
এই মুহূর্তে বাংলাদেশের দুই সেরা ক্রিকেটার নেই , একজন তামিম ইকবাল অন্যজন শাকিব আল হাসান ৷ তামিম কব্জির চোটের কারণে প্রথম ম্যাচের পর ছিটকে গেছেন ৷ আঙুলের চোট বৃদ্ধি পেয়ে যাওয়ায় দেশে ফিরে গেছেন শাকিব ৷ এই অবস্থায় দায়িত্বের ব্যাটন দারুণভাবে সামলেছেন মুশফিকুর রহিম ৷
আরও পড়ুন- ২০১৬-র রিপিট টেলিকাস্ট, ফের এশিয়া কাপ ফাইনালে ভারতের সামনে বাংলাদেশ
রহিম তাঁর দারুণ পারফরম্যান্স পাশাপাশি দল মোটিভেট করার জন্য কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক মোর্তাজার মোটিভেশনাল কথাবার্তাকে ৷ মোর্তাজা জানিয়েছিলেন যখন যুদ্ধ হয় তখন পিছনে ফিরে তাকাতে নেই ৷ নিজে মারো, নয় মরো ৷ লড়াইয়ের সময় ভাবতে নেই কে অধিনায়ক , কে আছে কে নেই ৷ নিজের ১০০ শতাংশ নিয়ে লড়াই করতে হয় ৷
মোর্তাজার এই মোটিভেশনাল কথাতেই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে আগুন ঝারাতে পেরেছিল বাংলাদেশ ৷ মত বাংলাদেশি নায়কের ৷