রাজস্থান , তামিলনাড়ু এবং মেঘালয়ের বিপক্ষে দুরন্ত জয় ছিনিয়ে আনে স্নেহাংশু। যদিও কর্নাটকের সঙ্গে শ্বাসরুদ্ধকারী একটি ম্যাচে সামান্যের জন্য পিছিয়ে পড়ে স্নেহাংশু। জাতীয় স্তরের তৃতীয় হয়েও সন্তুষ্ট হয়নি বছর বারোর এই ছেলেটি। বলছে. পরের বছর দ্রুততার সঙ্গে কামব্যাক করে সোনা আনতে চায় বাঁকুড়ার জন্য। মুয়াই থাই অ্যাসোসিয়েশন অফ বাঁকুড়ার ছাত্র স্নেহাংশু মণ্ডল।
advertisement
আরও পড়ুন: ৪৬ বছরের করমণ্ডল চিকিৎসা থেকে পরিযায়ী এক্সপ্রেস, দুর্ঘটনায় কারও প্রাণ গেল, কারও কাজ!
স্নেহাংশুকে প্রশিক্ষণ দিয়েছেন তার কোচ সৌরভ রুইদাস, তাছাড়া রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কোচ এবং অন্যান্য খুদে ছাত্রছাত্রীরা। প্রশিক্ষণ নেওয়ার জায়গার বড়ই অভাব। তাই বাঁকুড়া শহরের পাঁচ বি.বা.দি. নগর সার্বজনীন কালী মন্দিরে রয়েছে প্র্যাকটিসের ব্যবস্থা। মা কালীর সামনে প্র্যাকটিস করে দুরন্ত পারফরমেন্স বাঁকুড়ার ছেলের এবং তাতে যথেষ্ট গর্বিত মন্দির কমিটিও। মুয়াই থাই ছাড়াও সাঁতার এবং অন্যান্য আরও খেলায় দক্ষ স্নেহাংশু।
আরও পড়ুন: ঘণ্টায় ১২৮ কিমি গতিবেগে লুপ লাইনে ঢুকে পড়ে করমণ্ডল এক্সপ্রেস, কিন্তু কেন? বিরাট রহস্য
পড়াশোনার সঙ্গে সঙ্গেই খেলাধুলাকে একটি ব্যালেন্স করে এগিয়ে যেতে চায় বাঁকুড়ার এই খুদে। তবে তার মূল লক্ষ্য হল অন্য কিছু। আত্মসন্তুষ্টি নয়, এখানেই থেমে থাকা নয়। রাজ্য স্তর এবং জাতীয় স্তর পার করে আন্তর্জাতিক স্তরে অলিম্পিকে দেশের জন্য পদক ছিনিয়ে আনতে চায় বাঁকুড়ার স্নেহাংশু।
নীলাঞ্জন ব্যানার্জী