২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্কিন তারকা সেরেনা মারিয়ার অনুষ্ঠানে এসে বলেন, ”কয়েক জনই আছে যাঁরা আমায় খেলোয়াড় জীবনে প্রবল লড়াইয়ের মুখে ফেলে দিয়েছিল। মারিয়া শারাপোভা তাঁদের মধ্যে অন্যতম। যখনই দেখেছি ওর বিরুদ্ধে আমাকে খেলতে হবে, অনুশীলনের মাত্রা বাড়িয়ে দিয়েছি।”
মঞ্চে মারিয়া ও সেরেনা উইলিয়ামস
রাশিয়ার প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বের ওঠার কৃতিত্ব গড়েন শারাপোভা। পাশাপাশি টেনিস দুনিয়ায় মহিলাদের মধ্যে সেই দশ জনের তিনি অন্যতম যাঁদের কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম অর্থাৎ চারটি গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলীয় ওপেন, ফরাসি ওপেন, উইম্বলডন ও যুক্তরাষ্ট্র ওপেন জয়েরই নজির রয়েছে।
আরও পড়ুন: ট্রেনের কামরায় দিনের পর দিন চলছিল এই কাজ, কড়া নজরদারি চালিয়ে যা জানতে পারল RPF অবিশ্বাস্য!
শারাপোভার পাশাপাশি হল অব ফেমে অন্তর্ভুক্ত হন পুরুষদের প্রাক্তন বিশ্বসেরা ডাবলস জুটি মাইক ও বব ব্রায়ান। টেনিস দুনিয়ায় যাঁরা ‘ব্রায়ান ব্রাদার্স’ নামে খ্যাত। অনুষ্ঠানে ছিলেন হল অব ফেমে অন্তর্ভুক্ত মার্টিনা নাভ্রাতিলোভা, জিম কুরিয়র, স্ট্যান স্মিথ ও অ্যান্ডি রডিকের মতো প্রাক্তন খেলোয়াড়েরা।