১৩ বছর পর রনজি ট্রফির ম্যাচ খেলতে নেমেছেন বিরাট কোহলি। যার ফলে দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচ দেখতে প্রথম থেকেই চড়ছিল উন্মাদনা। এই ম্যাচ দেখার জন্য টিকিট বিনামূল্যে করে দেওয়া হয় দিল্লি ক্রিকেট সংস্থার পক্ষ থেকে। ফলে সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে ভিড় জমায় বিশাল সংখ্যক। আর সকাল ৯টা স্টেডিয়ামের গেট খুলতেই ঘটে যায় দুর্ঘটনা।
advertisement
টিকিট না থাকায় স্টেডিয়ামে আগে ঢুকে জায়গা পাওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনায় বহু মানুষ পড়ে যায়। পদপিষ্ট হয়ে আহত হন অনেকেই। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জও করতে হয় পুলিশকে। ধাক্কাধাক্কি ও পদপিষ্টের প্রমাণ হিসাবে দেখা যায় স্টেডিয়ামের গেটের বাইরে অসংখ্য জুতো পড়ে রয়েছে। ভাগ্য সহায় থাকায় প্রাণহানির ঘটনা এড়ানো যায়।
আরও পড়ুনঃ KKR News: কেকেআর তারকার ‘মায়াজাল’! আইপিএলের আগেই স্বপ্নপূরণ! এবার বিপক্ষের কপালে দুঃখ আছে
ঘটনায় পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ দেখান দর্শকরা। পুলিশের বাইক পর্যন্ত ভাঙচুর করা হয়। ঘটনায় আহত হন একজন পুলিশ কর্মীও। আহতদের মাঠেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, আর একটু হলে কুম্ভের মত কোনও বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কীভাবে কোহলির ম্যাচ ফ্রিতে দেখার ব্যবস্থা করা হল,তা নিয়ে উঠছে প্রশ্ন।