প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয় করেন মনু ভাকের। স্বাধীনতার পর একই অলিম্পিক গেমস থেকে জোড়া পদকজয়ী মনু ভাকের। প্যারিস অলিম্পিক্সে আগুনে পারফর্ম করে শ্যুটার মনু ভাকের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত দক্ষতায় ব্রোঞ্জ জেতার পাশাপাশি, তিনি ১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র দলগত ইভেন্টেও ব্রোঞ্জ জিতেছেন সরবজ্যোত সিংয়ের সঙ্গে। সেই মনু ভাকের দুর্গা পুজো দেখতে শহরে।
advertisement
আরও পড়ুন– আগামী রবিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
দমকলমন্ত্রী সুজিত বসুর বিখ্যাত পুজো শ্রীভূমিতে উপস্থিত হবেন তিনি। ৫ ই অক্টোবর শনিবার দুপুরে কলকাতায় আসবেন মনু। বিমানবন্দর থেকে সরাসরি শ্রীভূমির পুজোয় উপস্থিত হবেন তিনি। দুর্গাদর্শন করার পাশাপাশি শ্রীভূমির মহিলা ফুটবল দলের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। উৎসাহ দেবেন ফুটবলারদের। তারপর বাইপাসের ধারে তাহাদের কথা নামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
স্পনসরদের নিয়ে এই অনুষ্ঠানের উদ্যোক্তা ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। অনুষ্ঠান প্রসঙ্গে শতদ্রু দত্ত জানান, এবারের তাহাদের কথা অনুষ্ঠানে নারী ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ক্ষেত্রে যে নারীরা সমস্ত বাধা-বিপত্তি প্রতিবন্ধকতাকে দূর করে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠিত করছেন তাদেরকে সংবর্ধনা দেবেন মনু।ম
শতদ্রু দত্তের উদ্যোগেই শহরে আসছেন মনু। এই অনুষ্ঠানের পর বারুইপুরের পদ্মপুকুরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের পুজো মণ্ডপে উপস্থিত হবেন অলিম্পিয়ান। রাতেই কলকাতা ছাড়বেন অলিম্পিয়ান মনু ভাকের। অতীতে শতদ্রু দত্তের উদ্যোগে অলিম্পিকে সোনা জয়ী নীরাজ চোপড়া তাহাদের কথা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সময় ফুটবল সম্রাট পেলে, মারাদোনা, ভালদেরামা, রোনাল্ডিনহো, মেসির সতীর্থ বিশ্বকাপ বিজয়ী গোলরক্ষক মার্টিনেজকে কলকাতায় নিয়ে এসে চমক দিয়েছিলেন তিনি। এবার শহরে উপস্থিত থাকবেন মনু ভাকের। প্যারিস অলিম্পিক্সের পর প্রথম কোনও পদকজয়ী কলকাতায় আসছেন।