সূত্রের খবর, কিছুটা অভিমানী হয়েই অবসর ঘোষণা করেছিলেন মনোজ। তবে সেই নিয়ে আর নতুন করে কিছু বলতেন চান না। সিএবি সভাপতি তাঁকে অনুরোধ করেন খেলা চালিয়ে যাওয়ার জন্য। কারণ মনোজের নেতৃত্বেই গত বছর বাংলা রঞ্জিতে রানার্স হয়েছে। এই সময় মনোজ সরে গেলে দলে একটা বড় খামতি তৈরি হবে।
আরও পড়ুন– শাবানার ঠোঁটে ঠোঁট ধর্মেন্দ্রর ! ‘এ তো আমার বাঁ হাতের খেল…! বললেন বর্ষীয়ান অভিনেতা
advertisement
বৃহস্পতিবারই নিজের সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা লেখেন মনোজ। যেখানে তিনি লেখেন ‘ধন্যবাদ’। ছবিটিতে তাঁকে ভারতীয় জার্সি গায়ে দেখা গিয়েছিল। এই বার্তা পরেই বাংলা ক্রিকেট মহলে জল্পনা তৈরি হয়। তাহলে কি অবসর নিলেন মনোজ তিওয়ারি? মনোজের এই বার্তার পরে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভক্তদের বার্তা আসতে থাকে। সকলেই তাঁকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাতে থাকেন।
গত বৃহস্পতিবার আচমকা অবসরের সিদ্ধান্তের পর নিজেকে সরিয়ে রেখেছিলেন মনোজ। নিজের ফোন বন্ধ করে নিশ্চুপ হয়ে যান। মনোজের আচমকা অবসর ঘোষণা হওয়ার পর থেকেই জল্পনা তৈরি হয়েছিল।