TRENDING:

বাগদান সারলেন স্মৃতি মান্ধানা, 'লহে রহো মুন্নাভাই'-এর গানে ভিডিও পোস্ট করে দেখালেন আংটি

Last Updated:

সূত্রের খবর, আগামী ২৩ নভেম্বর রবিবার সাত পাকে বাঁধা পড়বেন স্মৃতি। স্মৃতির সাংলির ‘দেশের বাড়ি’তেই বসেছে বিয়ের আসর। পলাশের ইন্দোরের বাড়িতেও চলছে তোড়জোড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বকাপ জয়ী হয়ে ফিরেছেন। এবার শুরু হল তাঁর আরেক সফর। বৃহস্পতিবার সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে বাগদান সারলেন তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে খরবটি জানিয়েছেন জেমাইমা রডরিগেজ।
News18
News18
advertisement

মিষ্টি সেই দেখা যাচ্ছে, ‘লাগে রহো মুন্নাভাই’ ছবির এক গানে কোমর দোলাচ্ছেন মান্ধানা, জেমাইমা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিলরা। ভিডিওর শেষে বাগদানের আংটিও দেখিয়েছেন স্মৃতি মান্ধানা। তাঁদের শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আগামী ২৩ নভেম্বর রবিবার সাত পাকে বাঁধা পড়বেন স্মৃতি। স্মৃতির সাংলির ‘দেশের বাড়ি’তেই বসেছে বিয়ের আসর। পলাশের ইন্দোরের বাড়িতেও চলছে তোড়জোড়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন কমলার দেশ...! সামসিং খাসমহলের চোখ ধাঁধানো 'অরেঞ্জ গার্ডেনে' নেমেছে পর্যটকদের ঢল
আরও দেখুন

পলাশ ‘তেরে বিন লাদেন’, ‘সুইটি ওয়েডস এনআরআই’ ছবিতে সুর দিয়েছেন। অরিজিৎ সিং ও তাঁর বোন পলকের গাওয়া ‘তু হ্যায় আশিকি’ গানের সুর দিয়েছেন তিনি। ‘কাম চালু হ্যায়’ নামক একটি ছবির পরিচালনা করেছেন তিনি। স্মৃতি নিজে পলাশের সঙ্গে প্রথম ছবি দিয়েছিলেন গত ২২ মে। তারপর ১৮ জুলাই পোস্ট করেছিলেন পলাশও।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বাগদান সারলেন স্মৃতি মান্ধানা, 'লহে রহো মুন্নাভাই'-এর গানে ভিডিও পোস্ট করে দেখালেন আংটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল