স্যামি খেদিরার কুঁচকির চোটে কপাল খুলেছিল সোয়াইনস্টাইগারের। ইউরো কোয়ার্টার ফাইনালের মোক্ষম ম্যাচে তাঁকেই বদলির ভূমিকায় মাঠে নামালেন জোয়াকিম লো। একইসঙ্গে ক্লোজেকে ছুঁয়ে ফেললেন সোয়াইনস্টাইগার। শনিবারের বোর্দোয় বিশ্বকাপ আর ইউরো মিলিয়ে মেজরে ৩৭টা ম্যাচ খেলে ফেললেন জার্মান মহাতারকা। এতদিন যে রেকর্ড ছিল শুধু হিটম্যান মিরোস্লাভ ক্লোজের। সেমিফাইনালে ফের মাঠে নামলেই নতুন রেকর্ড গড়ে ফেলবেন সোয়াইনস্টাইগার।
advertisement
মিডফিল্ড জেনারেলের দায়িত্বটা ইদানিং মেসুট ওজিলকে ছেড়ে দিয়েছেন। ক্রুজের সঙ্গে এখন তাঁর দায়িত্ব নীচে থেকে অপারেট করা। উইং থেকে খেলা ছড়ানো। তবে ৩১-এ পা রেখেও সোয়াইনস্টাইগার আদ্যন্ত টিম-ম্যান। ন্যয়ারের থেকে আর্মব্যান্ড নেওয়ার পর দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা হিসেবে বাড়তি দায়িত্ব ছিল। টাইব্রেকারে বাইরে মেরে সবচেয়ে বেশি হতাশ হয়েছিলেন নিজের ওপর। কিন্তু সোয়াইনস্টাইগারের রেকর্ডের রাতের রোম্যান্স বাঁচিয়ে দিয়ে গেল ন্যয়ারের হাত।