TRENDING:

Mason Greenwood rape charge : বান্ধবীকে পিটিয়ে এবং ধর্ষণ করে হাজতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ গ্রিনউড

Last Updated:

Manchester United forward Mason Greenwood in police custody after rape charge. বান্ধবীকে পিটিয়ে এবং ধর্ষণ করে হাজতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ গ্রিনউড

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: বেশি বিখ্যাত হয়ে গেলে অনেকের মাথা ঠিক থাকে না। অল্প বয়সে বিশাল অর্থ এবং খ্যাতি সবাই সামলাতে পারে না। ঠিক যেমন ম্যাসন গ্রিনউড। ম্যান ইউনাইটেড এর ভবিষ্যৎ সুপারস্টার ধরা হয় তাকে। যার খেলার প্রশংসা শোনা গিয়েছে স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মুখে। তার ফুটবল জীবন এবার প্রশ্নের মুখে। বান্ধবীকে পেটানো ও ধর্ষণের সন্দেহে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ২০ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউডকে আটক করেছে পুলিশ।
এভাবেই মেরে বান্ধবীর মুখ ফাটিয়ে দিয়েছেন গ্রিনউড
এভাবেই মেরে বান্ধবীর মুখ ফাটিয়ে দিয়েছেন গ্রিনউড
advertisement

আরও পড়ুন - Nadal congratulated by Roger and Djokovic: ইতিহাস তৈরির পর রাফা নাদালকে কুর্নিশ ফেডেরার এবং জকোভিচের

গ্রিনউডের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন তাঁর বান্ধবী। অভিযোগের প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও এবং ছবিও পোস্ট করেছেন গ্রিনউডের বান্ধবী। যদিও পরে ইনস্টাগ্রামে গ্রিনউডের বান্ধবীর একাউন্ট থেকে সেই ছবি-ভিডিওগুলো মুছে ফেলা হয়েছে। গ্রেটার ম্যানচেস্টারের পুলিশ জানিয়েছে, শারীরিক নির্যাতনের ঘটনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারীর পোস্ট করা ছবি ও ভিডিও’ তাঁদের নজরে এসেছে।

advertisement

আরও পড়ুন - Harbhajan Singh on BCCI : বোর্ডে গডফাদার ছিল না বলেই দেশের অধিনায়ক হতে পারিনি, বোমা হরভজনের

সেটির ভিত্তিতেই ২০ বছরের কাছাকাছি বয়সের একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রেফতার হওয়া লোকটি গ্রিনউডই। গতকাল স্থানীয় সময় বিকেলে প্রকাশিত বিবৃতিতে পুলিশ আরও জানায়, তদন্ত শুরু করা হয়েছে। আমরা নিশ্চিত করতে পারি, ২০-এর কাছাকাছি বয়সের একজনকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত জিজ্ঞাসাবাদের জন্য তিনি পুলিশ হেফাজতেই থাকবেন।

advertisement

এর আগে গতকাল অভিযোগ ওঠার পরই গ্রিনউডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রথমে বিবৃতি দিয়ে জানিয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলো তাদের নজরে এসেছে। আরও নির্দিষ্ট করে না জানা পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করবে না বলে জানিয়ে দেয় ক্লাব। তবে ইউনাইটেড যে সব সময়ই এমন ঘৃণিত অপরাধের বিরুদ্ধে, সেটি তখনই জানিয়ে দিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো - হ্যারি ম্যাগুরদের ক্লাবটি।

advertisement

এরপর কালই আবার পরে আরেক বিবৃতিতে ইউনাইটেড জানিয়ে দেয়, গ্রিনউডের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে ক্লাবের পক্ষ থেকেও আলাদা তদন্তের ব্যবস্থা করা হয়েছে। তদন্ত চলাকালীন সময়ে গ্রিনউডের কী হবে, সেটিও জানিয়ে দেয় ইউনাইটেড, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ম্যাসন গ্রিনউড অনুশীলনে ফিরতে পারবেন না, ম্যাচও খেলতে পারবেন না।’ এই বিবৃতির কিছুক্ষণ পরই জানা যায়, পুলিশ গ্রেফতার করেছে গ্রিনউডকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এদিকে ইউনাইটেডের সমর্থকদের সংগঠনও (এমইউএসটি) টুইটারে জানিয়েছে, তারাও গ্রিনউডের বিরুদ্ধে নেওয়া ক্লাবের সিদ্ধান্তের পক্ষে, ক্লাব একটু আগে নিশ্চিত করেছে, পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত ম্যাসন গ্রিনউড ক্লাবের হয়ে অনুশীলতে যেতে পারবেন না, খেলতেও পারবেন না। এমইউএসটি এ ব্যাপারে ক্লাবের এই সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন জানাচ্ছে। লজ্জায় মাথা হেট হয়ে গিয়েছে রেড ডেভিলস সমর্থকদের। গ্রিনউডের সঠিক শাস্তি দ্রুত চাইছেন তারা।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Mason Greenwood rape charge : বান্ধবীকে পিটিয়ে এবং ধর্ষণ করে হাজতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ গ্রিনউড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল