TRENDING:

বোর্ড থেকে কেন বাদ সৌরভ? ফুঁসে উঠেও মোদির কাছে আইসিসি-র জন্য আবেদন মমতার

Last Updated:

এ ভাবে সৌরভকে বাদ দেওয়া ঠিক হয়নি, বললেন মমতা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উত্তরবঙ্গে সফরের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হয়ে বড় সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সম্প্রতি বিসিসিআই-এর সভাপতির পদ থেকে বাদ পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ মমতা উত্তরবঙ্গ সফরের আগে সেই প্রসঙ্গ তুলেই বললেন, ‘‘আমি একটা কথা আপনাদের বলব৷ সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে বলব, সৌরভ আমাদের গর্ব৷ সৌরভ দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনেও কাজ করেছে৷ ও বিসিসিআই-এর সভাপতি ছিল৷ আদালত একটা অর্ডার দিয়েছিল, যাতে তিনবছরের টার্ম ওঁকেও দেওয়া হয়েছিল, আরও একজন পেয়েছিলেন৷ অমিত শাহের ছেলে৷’
advertisement

আরও পড়ুন: এক 'অস্ত্রেই' বাজিমাত, পঞ্চায়েতে সাফল্য পেতে বঙ্গ বিজেপি-কে বিশেষ দাওয়াই কেন্দ্রীয় নেতৃত্বের

আরও পড়ুন: 'মাঝের টাকা কোথায় গেল?', হাওড়া প্রসঙ্গে প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

এর পরেই বিসিসিআই সভাপতি পদ থেকে সৌরভের বাদ পড়া নিয়ে প্রশ্ন করেন তিনি৷ তিনি বলেন, ‘‘অমিত বাবুর ছেলে রয়ে গেলেন, সৌরভ শুধু বাদ পড়ল৷ সে থাকুন, আমার কোনও যায় আসে না৷ কিন্তু সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে? আমি এখনও মনে করি, সৌরভকে যে ভাবে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে, সেটা একমাত্র পূরণ হতে পারে, জগমোহমন ডালমিয়াও বিসিসিআই থেকে আইসিসি-তে গিয়েছিলেন, সে ভাবে দেখতে গেলে সৌরভও আইসিসির প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেন৷’’

advertisement

এর পরেই প্রধানমন্ত্রীকে অনুরোধ করার কথা বলেন মমতা, ‘‘আমি প্রধানমন্ত্রীকে একান্ত অনুরোধ করব, সৌরভকে যেন আইসিসিতে প্রেসিডেন্ট পদে লড়তে দেওয়া হয়৷ তাঁকে বঞ্চনা করা হয়েছে৷ কেন? ওঁর দোষ কী! সৌরভ, তোমার জন্য আমারা গর্বিত৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

গত ১১ অক্টোবর বিশেষ বৈঠকে বসে বিসিসিআই৷ সেই বৈঠকের পরেই জানা যায়, বিসিসিআই সভাপতি পদ থেকে বাদ পড়তে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়৷ বদলে আসতে চলেছে প্রাক্তন ক্রিকেটার রজার বিনি৷ তারপরেই তোলপাড় শুরু হয়৷ বিভিন্ন মহল থেকে বিভিন্ন মত আসতে থাকে৷ সৌরভ তারপর নিজেই ঘোষণা করেন, তিনি সিএবি-তে নির্বাচন লড়াই করবেন৷ তার পরই এই মমতার মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বোর্ড থেকে কেন বাদ সৌরভ? ফুঁসে উঠেও মোদির কাছে আইসিসি-র জন্য আবেদন মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল