TRENDING:

বোর্ড থেকে কেন বাদ সৌরভ? ফুঁসে উঠেও মোদির কাছে আইসিসি-র জন্য আবেদন মমতার

Last Updated:

এ ভাবে সৌরভকে বাদ দেওয়া ঠিক হয়নি, বললেন মমতা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উত্তরবঙ্গে সফরের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হয়ে বড় সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সম্প্রতি বিসিসিআই-এর সভাপতির পদ থেকে বাদ পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ মমতা উত্তরবঙ্গ সফরের আগে সেই প্রসঙ্গ তুলেই বললেন, ‘‘আমি একটা কথা আপনাদের বলব৷ সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের পক্ষ থেকে বলব, সৌরভ আমাদের গর্ব৷ সৌরভ দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনেও কাজ করেছে৷ ও বিসিসিআই-এর সভাপতি ছিল৷ আদালত একটা অর্ডার দিয়েছিল, যাতে তিনবছরের টার্ম ওঁকেও দেওয়া হয়েছিল, আরও একজন পেয়েছিলেন৷ অমিত শাহের ছেলে৷’
advertisement

আরও পড়ুন: এক 'অস্ত্রেই' বাজিমাত, পঞ্চায়েতে সাফল্য পেতে বঙ্গ বিজেপি-কে বিশেষ দাওয়াই কেন্দ্রীয় নেতৃত্বের

আরও পড়ুন: 'মাঝের টাকা কোথায় গেল?', হাওড়া প্রসঙ্গে প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

এর পরেই বিসিসিআই সভাপতি পদ থেকে সৌরভের বাদ পড়া নিয়ে প্রশ্ন করেন তিনি৷ তিনি বলেন, ‘‘অমিত বাবুর ছেলে রয়ে গেলেন, সৌরভ শুধু বাদ পড়ল৷ সে থাকুন, আমার কোনও যায় আসে না৷ কিন্তু সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে? আমি এখনও মনে করি, সৌরভকে যে ভাবে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে, সেটা একমাত্র পূরণ হতে পারে, জগমোহমন ডালমিয়াও বিসিসিআই থেকে আইসিসি-তে গিয়েছিলেন, সে ভাবে দেখতে গেলে সৌরভও আইসিসির প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেন৷’’

advertisement

এর পরেই প্রধানমন্ত্রীকে অনুরোধ করার কথা বলেন মমতা, ‘‘আমি প্রধানমন্ত্রীকে একান্ত অনুরোধ করব, সৌরভকে যেন আইসিসিতে প্রেসিডেন্ট পদে লড়তে দেওয়া হয়৷ তাঁকে বঞ্চনা করা হয়েছে৷ কেন? ওঁর দোষ কী! সৌরভ, তোমার জন্য আমারা গর্বিত৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

গত ১১ অক্টোবর বিশেষ বৈঠকে বসে বিসিসিআই৷ সেই বৈঠকের পরেই জানা যায়, বিসিসিআই সভাপতি পদ থেকে বাদ পড়তে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়৷ বদলে আসতে চলেছে প্রাক্তন ক্রিকেটার রজার বিনি৷ তারপরেই তোলপাড় শুরু হয়৷ বিভিন্ন মহল থেকে বিভিন্ন মত আসতে থাকে৷ সৌরভ তারপর নিজেই ঘোষণা করেন, তিনি সিএবি-তে নির্বাচন লড়াই করবেন৷ তার পরই এই মমতার মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বোর্ড থেকে কেন বাদ সৌরভ? ফুঁসে উঠেও মোদির কাছে আইসিসি-র জন্য আবেদন মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল