যেখানে খেলোয়াড়রা বিভিন্ন রকম ব্যাটিং পদ্ধতি ও ক্রিকেট খেলার কৌশল শিখতে পারবেন। এর ফলে খেলোয়াড়রা ক্রিকেট খেলায় ভাল খেলোয়াড় হতে পারবেন। জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেবব্রত দাস জানান, “ক্রিকেট খেলার উন্নত পরিকাঠামোর জন্য সিএবিকে আবেদন করা হয়েছিল। সেই আবেদন মতো ক্রিকেট খেলোয়াড়দের বিশেষ প্রশিক্ষণের জন্য আধুনিক প্রযুক্তির বোলিং মেশিন দেওয়া হয়েছে। এতে খেলোয়াড়রা সমস্ত রকম ব্যাটিং পদ্ধতি শিখতে পারবেন।”
advertisement
আরও পড়ুন: সরকারি উদ্যোগে গানের মাধ্যমে এইচআইভি সচেতনতা প্রচার, আয় বাড়ছে স্থানীয় শিল্পীদের
জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, “নতুন এই আধুনিক প্রযুক্তির বোলিং মেশিন খেলোয়াড়দের উন্নতমানের খেলার পদ্ধতি শিখতে সাহায্য করবে। জেলা থেকে জাতীয় স্তরের ভাল ক্রিকেট খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিন মালদহ জেলা ক্রীড়া সংস্থা ময়দানে এই বোলিং মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। জেলায় এই প্রথম আধুনিক প্রযুক্তির ক্রিকেট খেলার সামগ্রী পেয়ে খুশি খেলোয়াড়রা। সিএবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা ক্রীড়া মহলের সদস্যরা।





