স্কটল্যান্ড দলের জন্য বিশেষ উদ্বেগের নাম ফাস্ট বোলার সাফিয়ান শরীফ। তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও তার বাবা পাকিস্তানি এবং মা ব্রিটিশ-পাকিস্তানি। দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ভালো না থাকায় পাকিস্তানি বংশোদ্ভূত অনেক পেশাজীবীর ভারতীয় ভিসা পেতে জটিলতা দেখা যায়। এ কারণেই শরীফের ভিসা পাওয়া নিয়ে আলাদা করে দুশ্চিন্তা তৈরি হয়েছে।
advertisement
সাফিয়ান শরীফ স্কটল্যান্ড ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়। তিনি এখন পর্যন্ত স্কটল্যান্ডের হয়ে ৯০টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং দুই সংস্করণ মিলিয়ে নিয়েছেন ১৯৮টি উইকেট। তার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া বিশ্বকাপে নামতে হলে স্কটল্যান্ড দলের শক্তি অনেকটাই কমে যাবে।
ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লাড জানিয়েছেন, ভিসা সমস্যার সমাধানে তারা আইসিসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তার মতে, ভিসার বিষয়টি সবসময়ই অনিশ্চিত থাকে, সময় কম হোক বা বেশি। গত ৪৮ ঘণ্টা ধরে তাদের প্রধান লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব খেলোয়াড়দের ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা।
এর আগে যুক্তরাষ্ট্র দলের কয়েকজন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারের ভিসা নিয়ে বিতর্ক তৈরি হলেও পরে জানা যায়, সেটি ছিল শুধু বিলম্ব, বাতিল নয়। স্কটল্যান্ডও আশা করছে, তাদের ক্ষেত্রেও একইভাবে সমস্যা কেটে যাবে। এখন সব নজর ভিসা প্রক্রিয়ার দিকে, যাতে সময়মতো স্কটল্যান্ড দল ভারতে পৌঁছে বিশ্বকাপে অংশ নিতে পারে।
