প্রথম দিনের ৫৭তম ওভারে মিড-অফে ফিল্ডিং করার সময় করুণ নায়ারের একটি শট ঠেকাতে গিয়ে ওকস মাঠে ড্রাইভ দেন। সেই সময় তার বাঁ কাঁধে আঘাত পান এবং তিনি তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকেন। সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের ফিজিও বেন ডেভিস মাঠে এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার পর থেকেই তার মাঠে ফেরা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।
advertisement
(Photo-AP)
দিন শেষে সাংবাদিক সম্মেলনে ইংল্যান্ডের আরেক পেসার গাস অ্যাটকিনসন জানান, “ব্যাপারটা খুবই দুঃখজনক। সিরিজের শেষ ম্যাচে এমন একটি চোট দলের জন্য বড় ক্ষতি হতে পারে। আমি আশা করছি ওর চোটটা গুরুতর না।” সিরিজে ক্রিস ওকস এবং মহম্মদ সিরাজই একমাত্র দুই পেসার যাঁরা সব ম্যাচে খেলেছেন।
আরও পড়ুনঃ Shubman Gill: করেছেন মাত্র ২৩ রান, তারপরও গাভাসকর-সোবার্সদের একের পর এক রেকর্ড ভাঙলেন গিল
ওকস চোটের কারণে ছিটকে গেলে ইংল্যান্ডের বোলিং বিভাগ আরও দুর্বল হয়ে পড়বে। অধিনায়ক বেন স্টোকস খেলছেন না শেষ টেস্টে। ফলে দায়িত্ব নিতে হবে অ্যাটকিনসন, জোশ টাং, জেমি ওভারটন, জ্যাকব বেথেল এবং জো রুটকে। তবে সিরিজ নির্ধারক এই ম্যাচে ওকসের না থাকা ইংল্যান্ডের জন্য একটি বড় ধাক্কা হিসেবেই ধরা হচ্ছে।