TRENDING:

IND vs ENG: কাজ সহজ হল ভারতের! ওভাল থেকে এল এমন খবর! জেনে নিন বিস্তারিত

Last Updated:

IND vs ENG 5th Test: ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচে বড়সড় ধাক্কার সম্মুখীন ইংল্যান্ড দল। কাজ কিছুটা সহজ হল ভারতের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচে বড়সড় ধাক্কার সম্মুখীন ইংল্যান্ড দল। ওভালে দ্বিতীয় দিনের খেলার আগে খবর এসেছে, ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার ক্রিস ওকস কাঁধে চোট পেয়েছেন এবং তার খেলা অনিশ্চিত। বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ১৪ ওভার বল করে ৪৬ রান দিয়ে কেএল রাহুলকে আউট করেন তিনি। তবে পরে একটি ফিল্ডিংয়ের সময় তিনি ড্রাইভ দিতে গিয়ে চোট পান।
(Photo-AP)
(Photo-AP)
advertisement

প্রথম দিনের ৫৭তম ওভারে মিড-অফে ফিল্ডিং করার সময় করুণ নায়ারের একটি শট ঠেকাতে গিয়ে ওকস মাঠে ড্রাইভ দেন। সেই সময় তার বাঁ কাঁধে আঘাত পান এবং তিনি তীব্র যন্ত্রণায় কাতরাতে থাকেন। সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের ফিজিও বেন ডেভিস মাঠে এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার পর থেকেই তার মাঠে ফেরা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

advertisement

(Photo-AP)

দিন শেষে সাংবাদিক সম্মেলনে ইংল্যান্ডের আরেক পেসার গাস অ্যাটকিনসন জানান, “ব্যাপারটা খুবই দুঃখজনক। সিরিজের শেষ ম্যাচে এমন একটি চোট দলের জন্য বড় ক্ষতি হতে পারে। আমি আশা করছি ওর চোটটা গুরুতর না।” সিরিজে ক্রিস ওকস এবং মহম্মদ সিরাজই একমাত্র দুই পেসার যাঁরা সব ম্যাচে খেলেছেন।

advertisement

আরও পড়ুনঃ Shubman Gill: করেছেন মাত্র ২৩ রান, তারপরও গাভাসকর-সোবার্সদের একের পর এক রেকর্ড ভাঙলেন গিল

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ওকস চোটের কারণে ছিটকে গেলে ইংল্যান্ডের বোলিং বিভাগ আরও দুর্বল হয়ে পড়বে। অধিনায়ক বেন স্টোকস খেলছেন না শেষ টেস্টে। ফলে দায়িত্ব নিতে হবে অ্যাটকিনসন, জোশ টাং, জেমি ওভারটন, জ্যাকব বেথেল এবং জো রুটকে। তবে সিরিজ নির্ধারক এই ম্যাচে ওকসের না থাকা ইংল্যান্ডের জন্য একটি বড় ধাক্কা হিসেবেই ধরা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: কাজ সহজ হল ভারতের! ওভাল থেকে এল এমন খবর! জেনে নিন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল