TRENDING:

Dhoni: বিদায়বেলায় কলকাতাকে শেষ ধন্যবাদ ধোনির! কেকেআরের বেগুনি জার্সিতে মাঠে আসতে বললেন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবার হয়তো ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে শেষবার নিজের পেশাদার ক্রিকেট জীবনের শেষ ক্রিকেট ম্যাচটা খেলে ফেললেন মহেন্দ্র সিং ধোনি। আজ শুধু তার জন্যই ইডেনের বেশিরভাগটা ছিল হলুদ জার্সিতে ভরা। ৮ থেকে ৮০ আজ বেশিরভাগ মানুষ মাঠে গিয়েছিলেন শুধুমাত্র ধোনিকে দেখতে শেষবার মাঠে খেলার জন্য।
শেষ ম্যাচ ইডেনে ধোনি
শেষ ম্যাচ ইডেনে ধোনি
advertisement

জিতেই মাঠ ছাড়লেন চেন্নাই অধিনায়ক। শাহরুখ খানের কেকেআরকে দাপটের সঙ্গেই হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ৪৯ রানে জয় সেটাই প্রমাণ করে। ম্যাচ শেষে ধোনি বলে গেলেন, ' কলকাতাকে ধন্যবাদ জানাব। আমার জন্য বেশিরভাগ মানুষ আজ হলুদ জার্সি পরে মাঠে এসেছেন। এটা দারুন ব্যাপার। তবে আমি তাদের অনুরোধ জানাব পরের বার কেকেআরের বেগুনি জার্সি পড়েও মাঠে আসতে।

advertisement

আমি সত্যি মোহিত। কলকাতার মানুষদের মন থেকে ধন্যবাদ বলছি। আসলে মহেন্দ্র সিং ধোনি একটা আবেগের নাম। ভারতের একমাত্র অধিনায়ক যিনি তিনটে আইসিসি পুরস্কার জিতেছেন। শুধু পরিসংখ্যান দিয়ে তাকে মাপা যায় না। ধোনি যেন হ্যামলিনের বাঁশিওয়ালা। যেখানেই যান মানুষ এক অমোঘ আকর্ষনে তার পিছনে পিছনে যান।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ইডেনে অতীতে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক ম্যাচ খেলেছেন মাহি। আজ খেললেন আইপিএল জীবনের শেষ ম্যাচ। কলকাতার মানুষ তাকে সম্মান জানাবেন সেটাই স্বাভাবিক। দাদার শহরেও ধোনির ভালোবাসার মানুষের যে অভাব নেই। প্রমাণ করে দিয়েছে সুপার সানডের ইডেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Dhoni: বিদায়বেলায় কলকাতাকে শেষ ধন্যবাদ ধোনির! কেকেআরের বেগুনি জার্সিতে মাঠে আসতে বললেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল